spot_img

মাদককাণ্ড ইস্যুতে আরিয়ানকে নিয়ে কথা বললেন সেই কর্মকর্তা

অবশ্যই পরুন

বলিউডের বাদশাহ শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের প্রথম পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ মুক্তির পর থেকেই নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সিরিজটির একটি চরিত্রকে প্রাক্তন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের সঙ্গে মিলিয়ে দেখছেন অনেকেই। দর্শকদের একাংশের ধারণা, এই চরিত্রের মাধ্যমে আরিয়ান নাকি পরোক্ষভাবে সমীরকে কটাক্ষ করেছেন।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, এই অভিযোগে ক্ষুব্ধ হয়ে আরিয়ান ও শাহরুখ খানের বিরুদ্ধে দুই কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন সমীর ওয়াংখেড়ে। তবে সম্প্রতি দিল্লি হাই কোর্ট সেই মামলা খারিজ করে দিয়েছে। তবুও বিষয়টি নিয়ে চুপ থাকেননি তিনি।

সম্প্রতি এক পডকাস্টে এসে সমীর বলেন, মাদক না পাওয়া গেলেই কেউ নির্দোষ এমন ধারণা ঠিক নয়। কারও কাছ থেকে মাদক উদ্ধার হলে সেটি কোথায় তৈরি হয়েছে, কে বিক্রি করেছে এই পুরো চক্রটাই তদন্তের অংশ। তাই আইন মেনেই সেই মামলায় কাজ করা হয়েছিল। কাউকেই বলির পাঁঠা করা হয়নি।

উল্লেখ্য, ২০২১ সালে ক্রুজ পার্টিতে মাদককাণ্ডে আরিয়ান খানকে গ্রেপ্তার করেছিলেন সমীর ওয়াংখেড়ে। যদিও আরিয়ানের কাছ থেকে কোনো মাদক উদ্ধার হয়নি। সে সময় বহু বলিউড তারকা ও সাধারণ মানুষ অভিযোগ করেছিলেন—‘বলির পাঁঠা’ করা হয়েছে আরিয়ানকে।

অন্যদিকে, আরিয়ান খানের পরিচালিত সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’ ইতিমধ্যেই দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছে। এক বিবৃতিতে আরিয়ান জানান, জীবনে কঠিন সময় বা সমস্যার মুখোমুখি হলে তিনি নিজের সিরিজের একটি সংলাপ থেকে অনুপ্রেরণা নেন। সংলাপটি রজত বেদীর মুখে শোনা যায়, ‘যে হেরে যায় আর যে হার মেনে নেয়, তাদের মধ্যে অনেক পার্থক্য আছে।’ এই সংলাপই তাকে সবসময় এগিয়ে যেতে শক্তি ও প্রেরণা দেয় বলে জানিয়েছেন শাহরুখ-পুত্র আরিয়ান খান।

সর্বশেষ সংবাদ

চিকিৎসায় নোবেল পেলেন তিন গবেষক

চিকিৎসাশাস্ত্রে বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে চলতি বছরের নোবেল পুরস্কারের যাত্রা শুরু হলো। চিকিৎসা বিজ্ঞানে যুগান্তকারী অবদানের স্বীকৃতিস্বরূপ এই...

এই বিভাগের অন্যান্য সংবাদ