spot_img

হোয়াইটওয়াশ হওয়ার পর ‘এশিয়ার দ্বিতীয় সেরা দল’ নিয়ে ব্যাখ্যা দিলেন আফগান কোচ

অবশ্যই পরুন

সিরিজের তৃতীয় ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ৬ উইকেটের দাপুটে জয়ে আফগানদের ভূপাতিত করে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ, আফগানদের করেছে হোয়াইটওয়াশ। এশিয়া কাপের আগ থেকেই আফগানিস্তান দলকে নিয়ে ছিল অনেক হাইপ, আশা, ভরসা, উত্তেজনা। অনেকের মতে, এশিয়ার দ্বিতীয় সেরা দল ছিল আফগানিস্তান। ভারতকে সেরা মেনে তাদের পরেই আফগানদের রাখছিলেন অনেক বিশ্লেষক। তবে এশিয়া কাপের সেরা চার দলেই জায়গা পায়নি আফগানরা। বিদায় নিয়েছে সুপার ফোরের আগে।

এশিয়া কাপের দ্বিতীয় সেরা দল প্রসঙ্গে ব্যাখ্যা দিতে গিয়ে রশিদ খান বলেছিলেন, এই তকমা তারা নিজেরা নিজেদের দেননি, দিয়েছে মিডিয়াই। এবার জোনাথন ট্রট বললেন, দ্বিতীয় সেরা নন তারা, পিছিয়ে গেছেন অনেকটা।

সংবাদ সম্মেলনে আফগানিস্তানের প্রধান কোচ জোনাথন ট্রট বলেন, ‘এশিয়ার দ্বিতীয় সেরা দল, আসলে বর্তমানে আমরা সেই জায়গায় নেই। সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ার সব আলোচনা একুরেট নয়। আমাদের আরও বেটার হতে হবে। আরও ভালো করতে হবে আমাদের। তবে আমি হতে চাইব (দ্বিতীয় সেরা দল), আমি চাইব একদম বেস্ট হতে। তবে আমাদের আরও উন্নতি করতে হবে।’

সিরিজে দলের পারফরম্যান্স নিয়ে নিজের মূল্যায়ন জানাতে গিয়ে ট্রট বলেছেন, ‘হতাশাজনক পারফরম্যান্স। বাজেভাবে হেরেছি আমরা। কিছু পরিবর্তন তো দলে আসবেই। কয়েকজন এখানে ছিল না, ফলে তরুণদের সুযোগ দিতে চেয়েছি। বিশ্বকাপের কথা মাথায় রেখে আমরা দল সাজাচ্ছি। সামনে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ আছে, নভেম্বরের শেষে। আশা করছি এমন দল বানাতে পারব যেই দল ম্যাচ জেতা শুরু করবে।’

এছাড়া কন্ডিশন নিয়ে ট্রট বলেন, ‘না আমার মনে হয় না (কন্ডিশন) কোনো কারণ, আমরা গত কয়েক বছরে ম্যাচ জিতেছি অনেক। আমরা আসলে ভালো ক্রিকেট খেলতে পারিনি।’

আগামী ৮ অক্টোবর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলিতে শিশু নিহত, গুলিবিদ্ধ ১

বাংলাদেশের অভ্যন্তরে গুলি চালিয়েছে মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি। এতে হুজাইফা সুলতানা আফনান নামে এক শিশু নিহত হয়েছে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ