spot_img

খুব শিগগিরই গাজায় সংঘাত বন্ধ হবে: ট্রাম্প

অবশ্যই পরুন

গাজায় খুব দ্রুতই সংঘাত বন্ধ ও জিম্মিরা মুক্ত হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাস ও ইসরায়েলের সাথে মধ্যস্থতাকারীদের সোমবারের বৈঠক সামনে রেখে তিনি বলেন, এরইমধ্যে ইতিবাচক কথাবার্তা হয়েছে এবং খুব দ্রুত কাজ এগুচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এমনই বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, খুঁটিনাটি বিষয়গুলো স্পষ্ট করতে কাজ করছে টেকনিক্যাল টিম। চলতি সপ্তাহের মধ্যেই তা চূড়ান্ত হওয়া উচিত। দ্রুত সম্পাদনে সব পক্ষকে তাড়া দিয়ে যাচ্ছেন বলেও জানান ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প বলেন, আমাদের বেশ কিছু ভালো আলোচনা হয়েছে। সত্যি বলতে, ইসরায়েলের আশপাশের মুসলিম, আরব এবং আরও অনেক দেশ হামাসের সাথে বৈঠক করেছে। এবং মনে হচ্ছে এটি কাজ করছে। ফলাফলের জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। আমার মনে হয় খুব দ্রুতই হবে। শিগগিরই আপনাদের জানাবো।

সর্বশেষ সংবাদ

জাতি কঠিন সময় পার করছে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন যে জাতি বর্তমানে কঠিন সময় পার করছে এবং ঘরে-বাইরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ