spot_img

ইসরায়েলি বন্দিদের ফিরিয়ে আনার দাবিতে তেলআবিবে বিক্ষোভ

অবশ্যই পরুন

শিগগিরই যুদ্ধ বন্ধ এবং ডোনাল্ড ট্রাম্পের শান্তি চুক্তির ব্যাপারে নেতানিয়াহু সরকারকে সম্মতি জানাতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল।

শনিবার (৪ অক্টোবর) রাজধানী তেলআবিবের হোস্টেজ স্কয়ারে জড়ো হন হাজার হাজার মানুষ। তাদের হাতে ছিল ব্যানার-ফেস্টুন। সাপ্তাহিক এই র‍্যালিতে অংশ নেন সব শ্রেণী-পেশা ও বয়সের মানুষ।

এ সময়, জিম্মিদের দেশে ফিরিয়ে আনার চুক্তি বাস্তবায়নে সরকারের প্রতি আহবান জানান আন্দোলনকারীরা। একইসাথে, বেনিয়ামিন নেতানিয়াহু’র সদিচ্ছা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অনেকে।

তাদের অভিযোগ, প্রতিবারের মত এবারও হয়তো চুক্তি বানচালের চেষ্টা করবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তাই, শান্তি চুক্তি বাস্তবায়নে ট্রাম্পের ওপরই ভরসা রাখছেন, জিম্মিদের পরিবার-স্বজনরা।

সূত্র: আল জাজিরা।

সর্বশেষ সংবাদ

কোরআন অবমাননার অভিযোগে অপূর্ব পালকে কারাগারে পাঠানোর নির্দেশ

রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে গ্রেফতার শিক্ষার্থী অপূর্ব পালকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (৫ অক্টোবর)...

এই বিভাগের অন্যান্য সংবাদ