spot_img

৪০০ কোটির ছবির ব্যর্থতায় যা বললেন হৃতিক

অবশ্যই পরুন

বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশন এবার মুখ খুললেন নিজের ব্যর্থতা নিয়ে। বহু প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘ওয়ার টু’ মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে, আর সেই ব্যর্থতার দায় নিজের কাঁধেই নিলেন হৃতিক। ভক্তদের চমকে দিয়ে অভিনেতা জানালেন, চলচ্চিত্রটির শুটিং চলাকালীনই তিনি ভেতর থেকে এক অদ্ভুত অস্বস্তি ও অনিশ্চয়তায় ভুগছিলেন। তার সে অস্বস্তিই নাকি প্রভাব ফেলেছে পর্দায়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, হৃতিক সামাজিক মাধ্যমে একটি পোস্টে এই অনুভূতির কথা জানান। লেখেন, ‘ওয়ার টু’-এর প্রধান চরিত্র ‘কবির‘-এ অভিনয় করা তার কাছে বেশ সহজ মনে হয়েছিল। আর এ চরিত্রটি তার কাছে খুব পরিচিত ছিল; তাই ভেবেছিলেন কাজটি সহজে হয়ে যাবে।

হৃতিক জানান, তবে এই স্বাচ্ছন্দ্যের মধ্যেই ভেতরে ভেতরে একটি অস্বস্তি কাজ করছিল, যা তিনি উপেক্ষা করেছিলেন। জানান, হয়তো শৈল্পিক চ্যালেঞ্জের অভাব বোধ করেছিলেন, যা সাধারণত তার অন্য সিনেমাগুলোর ক্ষেত্রে থাকে। হৃতিকের এই অকপট স্বীকারোক্তি তার ভক্তদের কাছে প্রশংসা কুড়িয়েছে। তারা সামাজিক মাধ্যমে হৃতিককে সমর্থন করেছেন।

‘ওয়ার টু’ পরিচালনা করেছেন অয়ন মুখার্জি। সিনেমাটির বাজেট ছিল প্রায় ৪০০ কোটি রুপি। কিন্তু মুক্তির পর এটি বিশ্বব্যাপী মাত্র ৩৬৪ কোটি রুপি আয় করে।

তবে ২০১৯ সালে মুক্তি পাওয়া এই সিনেমার প্রথম কিস্তি ‘ওয়ার’ বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। তবে সিক্যুয়েলটি তেমন সাড়া ফেলতে পারেনি।

সর্বশেষ সংবাদ

অভিবাসনবিরোধী অভিযানের জেরে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

অভিবাসনবিরোধী অভিযানের জেরে বিক্ষোভে রীতিমতো উত্তাল রূপ ধারণ করেছে যুক্তরাষ্ট্রের বেশকিছু শহর। শনিবার (৪ অক্টোবর) শিকাগো ও পোর্টল্যান্ডে নিরাপত্তা...

এই বিভাগের অন্যান্য সংবাদ