শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বড় রদবদল এনেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ইংলিশ কোচ জুলিয়ান উড, আর স্পিন বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে বায়োমেকানিক্স বিশেষজ্ঞ ড. রেনে ফার্ডিনান্ডসকে।
১ অক্টোবর থেকে এক বছরের জন্য কার্যকর হওয়া চুক্তিতে দায়িত্ব নিয়েছেন জুলিয়ান উড। বাংলাদেশের সঙ্গে কিছুদিন কাজ করা এই কোচ পরিচিত ‘পাওয়ার হিটিং প্রোগ্রাম’-এর উদ্ভাবক হিসেবে। আধুনিক প্রশিক্ষণ কৌশল ও বায়োমেকানিক্সের সাহায্যে ব্যাটারদের হিটিং স্কিল উন্নত করতে তিনি খ্যাতি অর্জন করেছেন।
সম্প্রতি এশিয়া কাপের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে স্বল্প মেয়াদে নিয়োগ দিয়েছিল। সেখানে বাংলাদেশের ব্যাটাররা তার প্রশিক্ষণে সন্তোষজনক ফল পাওয়ার কথা জানিয়েছিলেন। উড এর আগে কাজ করেছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি), গ্লুচেস্টারশায়ার, হ্যাম্পশায়ার, মিডলসেক্স ও আইপিএলের পাঞ্জাব কিংসের সঙ্গে।
অন্যদিকে, ৩০ সেপ্টেম্বর থেকে দুই বছরের জন্য শ্রীলঙ্কার জাতীয় স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ড. রেনে ফার্ডিনান্ডস। নিউজিল্যান্ডের ওয়াইকাটো বিশ্ববিদ্যালয় থেকে বায়োমেকানিক্সে পিএইচডি ডিগ্রি অর্জনকারী ফার্ডিনান্ডস এর আগে ভারতের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) বায়োমেকানিক্সভিত্তিক কোচিং প্রোগ্রাম পরিচালনা করেছেন।
তিনি কব্জি ও ফিঙ্গার স্পিনে বিশেষজ্ঞ এবং বোলারদের পারফরম্যান্স মূল্যায়ন ও চোট-ঝুঁকি নিরূপণের ক্ষেত্রে ভূমিকা রেখেছেন। এর পাশাপাশি নিউজিল্যান্ড ক্রিকেট, সিডনি ইউনিভার্সিটি ক্রিকেট ক্লাবসহ একাধিক ক্লাবে কোচ হিসেবে কাজ করেছেন।