spot_img

পশ্চিমা সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করবে না ভেনেজুয়েলা: মাদুরো

অবশ্যই পরুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, তার দেশ কখনোই পশ্চিমা সাম্রাজ্যবাদের কাছে আত্মসমর্পণ করবে না, কিংবা কোনো ঔপনিবেশিক শক্তির লেজুড়বৃত্তি করবে না।

শুক্রবার (৩ অক্টোবর) রাজধানী কারাকাসে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি বলেন, “ভেনেজুয়েলা কোনো সাম্রাজ্যের কাছে মাথা নত করবে না, সেটি যত শক্তিশালী বা প্রভাবশালীই হোক না কেন। যথাসময়ে এসব সাম্রাজ্য নৈতিক, রাজনৈতিক ও নীতিগত শিক্ষা পাবে।”

মাদুরো অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সশস্ত্র হামলার পরিকল্পনা করছে, যার উদ্দেশ্য হলো একটি তাদের নীতি এ দেশের ওপর চাপিয়ে দেওয়া এবং দেশের তেল, গ্যাস, স্বর্ণসহ প্রাকৃতিক সম্পদ দখল করা। তিনি বলেন, “এটি মূলত শাসন পরিবর্তনের চেষ্টা, যাতে ভেনেজুয়েলার সম্পদ লুট করা যায়।”

সপ্তাহের শুরুতে দেওয়া আরেক বক্তব্যে মাদুরো হুঁশিয়ারি দেন, ভেনেজুয়েলার ওপর কোনো হামলা হলে তা গোটা অঞ্চলের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। তার ভাষায়, “আমরা কখনোই কোনো সাম্রাজ্যের দাস বা উপনিবেশ হবো না। যদি ভেনেজুয়েলাকে আক্রমণ করা হয়, তাহলে আমরা সবাই আক্রান্ত হব। দক্ষিণ আমেরিকাকে ঐক্যবদ্ধ হয়ে মুক্তিকামী বাহিনী হিসেবে দাঁড়াতে হবে।”

মাদুরো আরও উল্লেখ করেন, ১৮২৩ সালের মোনরো ডকট্রিনের পর থেকেই যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকাকে তাদের প্রভাবাধীন ‘পেছনের উঠোন’ হিসেবে বিবেচনা করে আসছে।

সূত্র: প্রেস টিভি

সর্বশেষ সংবাদ

জাকের ও লিটনদের পাওয়ার হিটিং শেখানো উড এখন শ্রীলঙ্কার ব্যাটিং কোচ

শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বড় রদবদল এনেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ