spot_img

গাজায় শান্তি প্রয়াসে পূর্ণ সমর্থনের ঘোষণা ফরাসি প্রেসিডেন্টের

অবশ্যই পরুন

গাজা অঞ্চলে শান্তি প্রক্রিয়ায় সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা ইস্যুতে যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির পরিকল্পনা প্রস্তাবে হামাসের আংশিক সম্মতির পর ম্যাক্রোঁ এই প্রতিশ্রুতি দেন।

ম্যাক্রোঁ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লেখেন, ‘আমাদের এখন শান্তির দিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি করার সুযোগ রয়েছে।’

তিনি বলেন, ফ্রান্স জাতিসংঘের মাধ্যমে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ফিলিস্তিনসহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে মিলিতভাবে পুরো ভূমিকা পালন করবে।

তিনি ট্রাম্প ও তার দলকে শান্তি প্রতিষ্ঠায় ‘প্রতিশ্রুতিবদ্ধ’ বলে প্রশংসা করেন। মাক্রোঁ আরও বলেন, ‘হামাসের প্রতিশ্রুতি দ্রুত অনুসরণ করা উচিত।’

এর আগে হামাস ট্রাম্পের পরিকল্পনার আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় সব ইসরায়েলি বন্দি মুক্তি, নিহতদের দেহ হস্তান্তর এবং গাজার প্রশাসন একটি স্বতন্ত্র প্রযুক্তিগত ফিলিস্তিনি সংস্থার কাছে হস্তান্তর করার অনুমোদন দেয়।

ট্রাম্প শুক্রবার হামাসকে তার পরিকল্পনা অনুমোদনের জন্য স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় দিয়েছিলেন। পরিকল্পনায় গাজাকে অস্ত্রবিহীন এলাকা করা, ট্রানজিশনাল প্রশাসনিক ব্যবস্থা গঠন এবং তা ট্রাম্পের নেতৃত্বাধীন নতুন আন্তর্জাতিক সংস্থার তত্ত্বাবধানে রাখা অন্তর্ভুক্ত।

পরিকল্পনা অনুযায়ী, অনুমোদনের ৭২ ঘণ্টার মধ্যে হামাসের সমস্ত ইসরায়েলি বন্দি মুক্তি পাবে। বিনিময়ে, ইসরায়েল জেলখানায় থাকা শত শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। এছাড়াও, হামাসের সকল সশস্ত্র গোষ্ঠীকে নিষ্ক্রিয় করতে হবে এবং ধীরে ধীরে ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করবে।

প্রায় ১৮ বছর ধরে গাজার ওপর ইসরায়েলের অবরোধ চলছে। চলতি বছরের মার্চ থেকে ইসরায়েল সীমান্ত বন্ধ ও খাদ্য ও ওষুধ সরবরাহ অবরুদ্ধ করে গাজার মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দিয়েছে। অক্টোবর ২০২৩ থেকে ইসরায়েলি বোমাবর্ষণে প্রায় ৬৬ হাজার ৩০০ ফিলিস্তিনি নিহত হয়েছে, এর মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো বারবার সতর্ক করেছে, গাজা বাসযোগ্য থাকছে না। খাদ্যাভাব ও রোগব্যাধি দ্রুত ছড়াচ্ছে এবং ব্যাপক বাস্তুচ্যুতি ঘটছে।

সর্বশেষ সংবাদ

রোহিতের পরিবর্তে ভারতের ওয়ানডে অধিনায়ক গিল

ভারতের ওয়ানডে অধিনায়ক হিসেবেও দায়িত্ব পেয়েছেন শুভমান গিল। ১৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া সফরের তিন ম্যাচের ওয়ানডে...

এই বিভাগের অন্যান্য সংবাদ