spot_img

এবার প্রযোজনায় নাম লেখালেন হৃত্তিক

অবশ্যই পরুন

বলিউড অভিনেতা হৃতিক রোশন অভিনয়ে ২৫ বছর পূর্ণ করেছেন। এবার অভিনয়ের পাশাপাশি ক্যামেরার পেছনেও নিজের অবস্থান শক্ত করছেন তিনি। ‘কৃষ ফোর’-এর মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করবেন হৃতিক। পাশাপাশি প্রযোজক হিসেবেও যাত্রা শুরু করেছেন তিনি।

জানা গেছে, ‘এইচআরএক্স ফিল্মস’ নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়েছেন হৃতিক রোশন। প্রতিষ্ঠানটির ব্যানারে একটি বড় বাজেটের ওয়েব সিরিজ নির্মাণ হচ্ছে, যা মুক্তি পাবে আমাজন প্রাইম ভিডিওতে।

২০১৯ সালে মুক্তি পাওয়া হৃতিক অভিনীত আলোচিত সিনেমা সুপার থার্টির সঙ্গে এইচআরএক্স ফিল্মস যুক্ত থাকলেও তখন মূল প্রযোজক ছিলেন সাজিদ নাদিয়াদওয়ালা, অনুরাগ কশ্যপ ও বিক্রমাদিত্য মোতওয়ানে। তাই প্রকৃত অর্থে আসন্ন ওয়েব সিরিজ দিয়েই প্রযোজক হিসেবে সরাসরি অভিষেক হচ্ছে তাঁর।

ভারতীয় গণমাধ্যম পিপিংমুন জানিয়েছে, প্রায় তিন বছর ধরে এই ওয়েব সিরিজের কনসেপ্ট ও পরিকল্পনায় যুক্ত আছেন হৃতিক। এর গল্প ও অভিনয়শিল্পীদের নাম এখনো প্রকাশ করা হয়নি। তবে সিরিজটি সামাজিক থ্রিলার ঘরানার হবে বলে জানা গেছে। চলতি বছরের শেষের দিকে শুরু হবে শুটিং।

অন্যদিকে, ‘কৃষ ফোর’ নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন হৃতিক। এক যুগ আগে মুক্তি পাওয়া কৃষ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ পর্বটি এবার পরিচালনা করবেন তিনি নিজেই। এর আগে তিনটি সিনেমা পরিচালনা করেছিলেন তাঁর বাবা রাকেশ রোশন। গত বছর পরিচালনা থেকে অবসরের ঘোষণা দেওয়ায় এবার দায়িত্ব ছেলের হাতে তুলে দিয়েছেন তিনি।

আসলে ক্যামেরার পেছনে হৃতিকের এটাই প্রথম নয়। নায়ক হিসেবে অভিষেকের আগে বাবার সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন চারটি সিনেমায়— খুদগারজ, কিং আঙ্কেল, করণ অর্জুন ও কয়লা।

‘কৃষ ফোর’-এ এবার তিন চরিত্রে দেখা যাবে হৃতিককে—বিজ্ঞানী রোহিত, সুপারহিরো কৃষ এবং প্রধান খলনায়ক। ছবির গল্পে থাকবে টাইম ট্রাভেলের উপাদান, যেখানে অতীত, বর্তমান ও ভবিষ্যতের সংযোগ ঘটবে। এতে আরও অভিনয় করবেন রেখা, প্রীতি জিনতা, বিবেক ওবেরয় ও প্রিয়াঙ্কা চোপড়া।

চলচ্চিত্রটির চিত্রনাট্য ইতিমধ্যে শেষ হয়েছে। বাজেট সংক্রান্ত জটিলতাও মিটে গেছে। আগামী বছরের মাঝামাঝি শুটিং শুরু হওয়ার কথা। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত ‘কৃষ ফোর’।

সর্বশেষ সংবাদ

তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে লামিনে ইয়ামাল

আবারও ইনজুরিতে পড়েছেন লামিন ইয়ামাল। চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে ম্যাচের কুঁচকির চোটে পড়েন এই স্প্যানিশ তারকা। শুক্রবার (৩ অক্টোবর) জর্জিয়া...

এই বিভাগের অন্যান্য সংবাদ