spot_img

গাজায় শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েলি হামলা বন্ধ জরুরি: এরদোয়ান

অবশ্যই পরুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোন আলাপে গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য ইসরায়েলের হামলা বন্ধ করা অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

শুক্রবারের (৩ অক্টোবর) এ আলাপে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও গাজার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

তুরস্কের যোগাযোগ অধিদপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এনসোশ্যাল’-এ দেওয়া এক বিবৃতিতে জানায়, আলাপে এরদোয়ান দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর গুরুত্বের কথা তুলে ধরেন, বিশেষ করে প্রতিরক্ষা খাতে।

তিনি উল্লেখ করেন, সম্প্রতি ওয়াশিংটন সফরে ট্রাম্পের সঙ্গে তার দুই ঘণ্টার বেশি সময়ের বৈঠক দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও দৃঢ় করেছে।

এরদোয়ান বলেন, পুরো অঞ্চলে, বিশেষ করে গাজায়, শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক জোরালো প্রচেষ্টা চালাচ্ছে। তিনি আরও জানান, শান্তির লক্ষ্যে নেওয়া যেকোনো উদ্যোগকে তুরস্ক স্বাগত জানায় এবং আঙ্কারা তার কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করেছে।

তুর্কি প্রেসিডেন্ট স্পষ্ট করে জানান, আঙ্কারা ভবিষ্যতেও শান্তি প্রতিষ্ঠার প্রয়াসে সক্রিয় ভূমিকা পালন করবে।

সর্বশেষ সংবাদ

তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে লামিনে ইয়ামাল

আবারও ইনজুরিতে পড়েছেন লামিন ইয়ামাল। চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে ম্যাচের কুঁচকির চোটে পড়েন এই স্প্যানিশ তারকা। শুক্রবার (৩ অক্টোবর) জর্জিয়া...

এই বিভাগের অন্যান্য সংবাদ