spot_img

প্রকাশ্যে ২০২৬ বিশ্বকাপের ফুটবল

অবশ্যই পরুন

২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল উন্মোচন করেছে ফিফা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা—এই তিন আয়োজক দেশের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিফলন ঘটিয়ে তৈরি হয়েছে বলটির নকশা।

‘ট্রায়োন্ডা’ নামের এই বলটি তৈরি করেছে জার্মান নির্মাতা অ্যাডিডাস। যারা ১৯৭০ সাল থেকে বিশ্বকাপের অফিসিয়াল বল সরবরাহ করছে।

বৃহস্পতিবার নিউইয়র্কে এক অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলটি উন্মোচন করেন। তিনি বলেন, ‘আমি আনন্দিত ও গর্বিত ট্রায়োন্ডাকে বিশ্বকাপের অফিসিয়াল বল হিসেবে উপস্থাপন করতে পেরে।’

২০২৬ বিশ্বকাপ হবে ইতিহাসের প্রথম আসর যেখানে তিনটি দেশ যৌথভাবে আয়োজক এবং ৪৮টি দল অংশ নেবে। এ কারণেই বলটির নাম ও নকশায় তিন দেশের প্রতীক ফুটিয়ে তোলা হয়েছে। বলটিতে ব্যবহৃত হয়েছে লাল, নীল ও সবুজ রং। নকশায় যুক্ত করা হয়েছে কানাডার ম্যাপল লিফ, মেক্সিকোর ঈগল এবং যুক্তরাষ্ট্রের তারকা চিহ্ন। এছাড়া ত্রিভুজাকৃতি চিহ্ন ব্যবহার করা হয়েছে তিন আয়োজকের ঐক্যকে বোঝাতে।

বলটির ভেতরে রয়েছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। গভীর সেলাই বলকে উড়ার সময় স্থিতিশীল রাখবে এবং বিশেষ এমবসড আইকন আর্দ্র বা ভেজা অবস্থায় গ্রিপ বাড়াবে। এছাড়া মোশন সেন্সর চিপ যুক্ত করা হয়েছে, যা বলের গতিবিধি সম্পর্কিত তথ্য ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR) সিস্টেমে পাঠাবে।

আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ফুটবল মহাযজ্ঞ। এরইমধ্যে অনলাইনে ধাপে ধাপে টিকিট বিক্রি শুরু করেছে ফিফা। প্রায় ২১৬টি দেশ ও অঞ্চলের সাড়ে চার মিলিয়নের বেশি ভক্ত প্রিসেল ড্র-তে নাম লিখিয়েছেন।

ডিসেম্বরের ৫ তারিখ ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের মূল ড্র অনুষ্ঠান।

সর্বশেষ সংবাদ

সর্বাধিক জাতীয় পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বাংলাদেশের

বিজয় দিবসে আকাশে ৫৪টি জাতীয় পতাকা উড়িয়ে বিশ্বরেকর্ড গড়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তি এ তথ্য জানায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ