দেব-শুভশ্রী জুটির ‘ধূমকেতু’ ছবির তুলনায় একটু ধীর গতিতে শুরু হলেও বক্স অফিসে দারুণ দাপট দেখাচ্ছে দেব অভিনীত নতুন ছবি ‘রঘু ডাকাত’। মুক্তির ছয় দিনের মাথায় সিনেমাটির মোট আয় ছাড়িয়েছে ৩.৭ কোটি টাকা, যা চলতি বছরে বাংলা সিনেমার জন্য একটি বড় সাফল্য বলেই মনে করছেন বক্স অফিস বিশ্লেষকরা।
বিশেষ করে গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) একক দিনে প্রায় ৯১ লাখ টাকা আয় করে ‘রঘু ডাকাত’ উঠে আসে দিনের সর্বোচ্চ আয়কারী বাংলা সিনেমার তালিকায়।
সূত্র অনুযায়ী, এই আয় সোমবারের (২৯ সেপ্টেম্বর) তুলনায় ৭ লাখ টাকা বেশি।
স্যাকনিল্কের পরিসংখ্যান অনুযায়ী, ছবির প্রযোজনা সংস্থা আনুষ্ঠানিকভাবে আয়ের হিসাব প্রকাশ করেনি।
একই দিনে রক্তবীজ ২ ছবিও ভালো পারফর্ম করেছে। ষষ্ঠ দিনে এই ছবির আয় দাঁড়ায় ৫৬ লাখ টাকায় ও এর মোট আয় পৌঁছেছে প্রায় ২ কোটি ১৫ লাখ টাকা।
এই সময়ে চারটি বাংলা ছবি একসঙ্গে মুক্তি পেয়েছে- ‘রঘু ডাকাত’, ‘দেবী চৌধুরানী’ (দুটি পিরিয়ড ড্রামা), ‘রক্তবীজ ২’ (রাজনৈতিক-সামাজিক ব্যাকগ্রাউন্ড) এবং অনীক দত্তর ‘যত কাণ্ড’। তবে প্রথম সপ্তাহের পারফরম্যান্স বিবেচনায় সুস্পষ্ট বিজয়খাতায় রয়েছে রঘু ডাকাত।
দেখে নিন রঘু ডাকাতের প্রথম ৬ দিনের আয়: বৃহস্পতিবার (প্রথম দিন)- ৪৫ লাখ টাকা, শুক্রবার (দ্বিতীয় দিন)- ৩৭ লাখ টাকা, শনিবার (তৃতীয় দিন)- ৫০ লাখ টাকা, রোববার (চতুর্থ দিন)- ৬৩ লাখ টাকা, সোমবার (পঞ্চম দিন)- ৮৪ লাখ টাকা এবং মঙ্গলবার (ষষ্ঠ দিন)- ৯১ লাখ টাকা।