spot_img

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রে ৯ দিনের সফরে জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে যোগদান শেষে ঢাকার ফিরলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এর আগে বুধবার, বাংলাদেশ সময় সকাল ৯টা ১০ মিনিটে নিউইয়র্ক ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। সেসময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে ছিলেন দেশের শীর্ষ রাজনৈতিক দলের নেতারা।

সফরে, প্রধান উপদেষ্টা জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত সোশ্যাল বিজনেস, ইয়ুথ অ্যান্ড টেকনোলজি শীর্ষক উচ্চপর্যায়ের এক সাইড ইভেন্টে বক্তব্য রাখেন। ভাষণ দেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে। এছাড়া তার সঙ্গে বিশ্বের ১১টি দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা সাক্ষাৎ করেছেন।

সর্বশেষ সংবাদ

ব্রাজিলিয়ান ও ইংলিশ তারকার গোলে অলিম্পিয়াকসকে হারালো আর্সেনাল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকসকে ২-০ গোলে পরাজিত করেছে ইংলিশ ক্লাব আর্সেনাল। ম্যাচে গোল করেন ব্রাজিলিয়ান...

এই বিভাগের অন্যান্য সংবাদ