সদ্য সমাপ্ত এশিয়া কাপে সাত ম্যাচের মধ্যে চার ইনিংসেই ‘ডাক’ উপহার দিয়েছিলেন। তাকে নিয়ে নেটিজেনদের মধ্যে সমালোচনা ও হাস্যরসও কম হয়নি। তবে চার ডাকের পর সাইম আইয়ুব পেয়েছেন নেপুণ্যের স্বীকৃতি। টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন ২৩ বছর বয়সী পাকিস্তানি ক্রিকেটার।
আজ বুধবার (১ অক্টোবর) আইসিসির সাপ্তাহিক হালনাগাদ র্যাংকিংয়ে এ তথ্য জানা গেছে।
এশিয়া কাপে ব্যাট হাতে খারাপ সময় কাটালেও বল হাতে সাইম আইয়ুব ছিলেন দুর্দান্ত। আর সেটিরই ফল পেলেন তিনি। চার ধাপ এগিয়ে টি-টোয়েন্টি অলরাউন্ডারের শীর্ষে প্রথমবারের মতো তার আরোহন। এই আসরে ছয় ইনিংসে আট উইকেট শিকার সাইমের, ওভারপ্রতি খরচ করেন মাত্র ৬.৪০ রান।
টি-টোয়েন্টি অলরাউন্ডারের তালিকায় দ্বিতীয় স্থানে নেমে গেছেন হার্দিক পান্ডিয়া। আফগানিস্তানের মোহাম্মদ নবি এক ধাপ নেমে আছেন তিন নম্বরে।
এদিকে, ক্ষুদে সংস্করণে ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রেটিং পয়েন্টের রেকর্ড ভেঙেছেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। ব্যাটিং তালিকার এক নম্বরে এই মারকুটে ওপেনার দাপট ধরে রেখেছেন। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোর ম্যাচ শেষে ভারতীয় ওপেনারের রেটিং পয়েন্ট ছিল ৯৩১, এখন তার রেটিং ৯২৬। এর আগে, ২০২০ সালে সর্বোচ্চ রেটিং (৯১৯) তুলেছিলেন ইংল্যান্ডের ডেভিড মালান।
টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ইংল্যান্ডের ফিল সল্ট আছেন দ্বিতীয় স্থানে। এশিয়া কাপের ফাইনালে ম্যাচজয়ী ইনিংস খেলা ভারতের তিলক বর্মা আছেন তৃতীয় স্থানে। বাংলাদেশের ব্যাটার সাইফ হাসান ৪৫ ধাপ এগিয়ে আছেন ৩৬তম স্থানে।
বোলারদের তালিকায় সেরার জায়গা ধরে রেখেছেন ভারতের বরুণ চক্রবর্তী। তার পরেই স্থান কিউই পেসার জ্যাকব ডাফির। অজি স্পিনার অ্যাডাম জাম্পা রয়েছেন তৃতীয় স্থানে। আর বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনের অবস্থান এখন ২০তম।