সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে অপরাধীদের জামিন সংক্রান্ত ইস্যুতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের বক্তব্য দাবি করে একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে।
সেখানে বলা হয়েছে, ‘গ্রেফতারকৃত বড় বড় অপরাধীরা দুই-তিন দিনের মধ্যে জামিনে বের হয়ে যায় কিভাবে তা বোধগম্য নয়’। তবে প্রকৃতপক্ষে আইজিপি এমন বক্তব্য দেননি বলে জানিয়েছে পুলিশ সদরদফতর।
আজ বুধবার (১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।
এতে বলা হয়, গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে দেয়া আইজিপির বক্তব্য বিকৃত করে এ ফটোকার্ড প্রস্তুত করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া উইং উদ্দেশ্যমূলকভাবে এ অসত্য তথ্য প্রকাশের প্রতিবাদ জানাচ্ছে।