spot_img

নিজস্ব প্রযুক্তির ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান

অবশ্যই পরুন

নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) আইএসপিআর এর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

উৎক্ষেপিত মিসাইলটি একটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। যা পাকিস্তানের বহুল আলোচিত ফাতাহ সিরিজের চার নম্বর সংস্করণ। নাম দেয়া হয়েছে ফাতাহ-ফোর।

এই ক্ষেপণাস্ত্রটি সাড়ে ৭শ’ কিলোমিটার পাল্লার মিসাইলটি সফলভাবে শত্রুপক্ষের রাডার ফাঁকি দিয়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে দাবি করেছে ইসলামাবাদ। এতে সংযোজন করা হয়েছে উন্নত প্রযুক্তির অ্যাভিওনিক্স এবং অত্যাধুনিক নেভিগেশনাল সরঞ্জাম।

এর আগে, ভারতের সাথে উত্তেজনার মধ্যেই ফাতাহ সিরিজের আরও একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় পাকিস্তান।

সর্বশেষ সংবাদ

দেশের উন্নয়নে দায়িত্ববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থ উপদেষ্টা

স্বপ্ন, পরিশ্রম ও মানবিকতার মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ