যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (১ অক্টোবর) সাংবাদিকদের জানান, তিনি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনকে গাজার শান্তি পরিকল্পনায় প্রতিক্রিয়া জানাতে ‘৩ থেকে ৪ দিন’ সময় দিচ্ছেন। পরিকল্পনাটি তিনি একদিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একত্রে ঘোষণা করেছিলেন।
ট্রাম্প বলেন, ‘আমরা প্রায় তিন থেকে চার দিন সময় দিচ্ছি। দেখব কী হয়। সব আরব দেশ এই পরিকল্পনায় সম্মত হয়েছে। মুসলিম দেশগুলোও সম্মত হয়েছে। ইসরায়েলও সম্মত হয়েছে।’
গাজার শান্তি পরিকল্পনায় হামাস সম্মত না হলে— এমন এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, হামাস যদি চুক্তিতে সম্মত না হয়, তবে তা ‘অত্যন্ত দুঃখজনক ফলাফলের’ দিকে যাবে।
তিনি বলেন, ‘আমরা শুধু হামাসের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি। হামাস হয় এটি মানবে, নয়তো মানবে না। যদি না মানে, তবে ফলাফল অত্যন্ত দুঃখজনক হবে।’
এর আগে, সোমবার (২৯ সেপ্টেম্বর) ট্রাম্প জানিয়েছিলেন, নেতানিয়াহু ২০টি প্রস্তাবেই সম্মত হওয়ায় গাজায় যুদ্ধ সমাপ্তি এখন আগের চেয়ে অনেক কাছাকাছি। তবে এই প্রস্তাবের অনুমোদনের ক্ষেত্রে এখনও হামাসের সম্মতি প্রয়োজন।
সূত্র: সিএনএন নিউজ।