spot_img

২০ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন কিডম্যান-আরবান

অবশ্যই পরুন

প্রায় ২০ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান ও কান্ট্রি গানের জনপ্রিয় শিল্পী কিথ আরবান। তাদের বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছে পিপল ম্যাগাজিন।

২০০৬ সালের জুনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই তারকা দম্পতি। তাদের সংসারে রয়েছে দুই মেয়ে—সানডে রোজ (১৭) ও ফেইথ মার্গারেট (১৪)। পিপল-এর একটি বিশেষ সূত্র জানিয়েছে, নিকোল কিডম্যান এ বিচ্ছেদ চাননি, সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন তিনি। তবে গ্রীষ্মের শুরু থেকেই তারা আলাদা বসবাস করছেন বলে জানিয়েছে টিএমজেড।

টম ক্রুজের সঙ্গে বিচ্ছেদের পর নিকোল কিডম্যান সঙ্গীতশিল্পী কিথ আরবানকেই ‘গভীর ভালোবাসা’ এবং ‘ফিরে আসার ঠিকানা’ বলে উল্লেখ করেছিলেন। চলতি বছরের জুনে বিবাহবার্ষিকীতেও তিনি স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ ছবি পোস্ট করেছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

এমনকি গত এপ্রিল মাসেই পিপল–কে দেওয়া এক সাক্ষাৎকারে নিকোল বলেন, আমি খুব সৌভাগ্যবান যে কিথ আমার জীবনে আছে, সে আমার গভীরতম ভালোবাসা। তার উপস্থিতি আমাকে সাহস দেয় আমার কাজ করার জন্য, কারণ আমি জানি সবশেষে আমি তার কাছে ফিরে যেতে পারবো।

সম্প্রতি নিকোল কিডম্যান লন্ডনে ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক ২’ ছবির শুটিং শেষ করেছেন। অন্যদিকে, কিথ আরবান ব্যস্ত আছেন কনসার্ট সফরে। আগামী ২ অক্টোবর পেনসিলভেনিয়ায় তার পরবর্তী শো অনুষ্ঠিত হবে।

সর্বশেষ সংবাদ

খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোকসহ যেসব কর্মসূচি গ্রহণ করলো বিএনপি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে ৭...

এই বিভাগের অন্যান্য সংবাদ