গাজায় চলমান গণহত্যায় সরাসরি সহায়তা করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারাদণ্ডের দাবি জানালেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। খবর আলজাজিরার।
গুস্তাভো পেত্রো বলেন, ডোনাল্ড ট্রাম্প যদি এভাবেই গণহত্যায় মদদ দিতে থাকেন, তাহলে জেলই তার প্রাপ্য। রোম স্ট্যাটিউট এর শর্ত অনুযায়ী যে কোনো দেশে যেকোনো যুদ্ধাপরাধীকে গ্রেফতার করা যায়। সে হিসেবে নেতানিয়াহুকেও যুক্তরাষ্ট্র থেকে গ্রেফতার করা সম্ভব।
এ সময়, আন্তর্জাতিক আইনের আওতায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র কেন গ্রেফতার করছে না, এ নিয়ে মন্ত্রিসভায় প্রশ্নও তোলেন তিনি। সেইসাথে, ইসরায়েলের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করার ঘোষণাও দেন পেত্রো।
এর আগে, গাজায় ইসরায়েলি গণহত্যার সমালোচনা করার জন্য ট্রাম্প প্রশাসনের ভিসা বাতিলের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেন প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি বলেন, ওয়াশিংটন আর আন্তর্জাতিক আইনকে সম্মান করে না।
গত শনিবার সামাজক মাধ্যম ‘এক্স’ এ জানান, আমার আর মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণের জন্য ভিসা নেই। তবে এতে আমার কিছু যায় আসে না। আমার ভিসার প্রয়োজন নেই। কারণ আমি কেবল কলম্বিয়ান নাগরিকই নই, একজন ইউরোপীয় নাগরিকও। আর আমি সত্যিই নিজেকে বিশ্বের একজন স্বাধীন ব্যক্তি বলে মনে করি।
উল্লেখ্য, গত শুক্রবার নিউইয়র্ক সিটিতে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভকারীদের সমর্থন এবং ট্রাম্পের ইসরায়েল নীতির কঠোর সমালোচনা করেন পেত্রো। তার এই বক্তব্যকে ‘বেপরোয়া এবং উসকানিমূলক কর্মকাণ্ড’ উল্লেখ করে ভিসা বাতিল করে মার্কিন পররাষ্ট্র দপ্তর।