spot_img

‘ইসলামে নারী’ বিষয়ক বৈশ্বিক সম্মেলনে নেতৃত্ব দেবে বাংলাদেশ-তুরস্ক

অবশ্যই পরুন

আগামী বছরের শুরুতে ‘ইসলামে নারী’ বিষয়ক একটি বৈশ্বিক সম্মেলনের সহ-আয়োজক হতে সম্মত হয়েছে বাংলাদেশ ও তুরস্ক। এই সম্মেলনে বিশ্বের শীর্ষ মুসলিম গবেষক ও আলেমরা অংশ নেবেন এবং নারীর অধিকার অগ্রগতিতে উদাহরণ তৈরি করা দেশগুলোর সাফল্য তুলে ধরা হবে।

নিউইয়র্কে স্থানীয় সময় সোমবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশের নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মুরশিদ এবং তুরস্কের সামাজিক সেবা মন্ত্রী মাহিনুর ওজদেমির গকতার মধ্যে বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

দুই দেশ সাংস্কৃতিক ও প্রযুক্তিগত বিনিময় আরও জোরদার করতে এবং যত্ন অর্থনীতি ও সামাজিক সেবা খাতে সহযোগিতার মান আরও উঁচুতে নিয়ে যেতে একমত হয়।

তুরস্ক স্থানীয়, তুর্কি ও আন্তর্জাতিক বাজারের জন্য পেশাদার নারী কেয়ারগিভার তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়ন কর্মসূচি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান শারমিন মুরশিদ। তিনি সমাজকল্যাণ বিষয়ক দায়িত্বও পালন করছেন।

নারীর প্রতি বৈষম্য দূরীকরণ বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন (CEDAW) অনুসমর্থনকারী এই দুই দেশ মুসলিম সমাজে নারীদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও অর্জন নিয়ে অভিজ্ঞতা বিনিময়ের সিদ্ধান্ত নিয়েছে।

সর্বশেষ সংবাদ

আইসিসির মুখোশ উন্মোচন করলো উইজডেন

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অথচ গত গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ