spot_img

ইসরায়েলি ভূখণ্ডে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো হুথিরা

অবশ্যই পরুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ-বিধ্বস্ত রাষ্ট্র ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দখলদার ইসরায়েলের তেলআবিব ও ইলাত শহরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। গতকাল রোববার (২৮ সেপ্টেম্বর) বিবৃতির মাধ্যমে হুথি সশস্ত্র গোষ্ঠী জানায়, তারা ‘প্যালেস্টাইন-২’ নামে একাধিক ওয়ারহেডযুক্ত হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেলআবিব লক্ষ্য করে নিক্ষেপ করেছে।

তুর্কি বার্তা সংস্থা আনাদলু এজেন্সির খবরে বলা হয়, আক্রমণের পর তেলআবিব বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। হুথি মুখপাত্র আরও জানান, তেলআবিবের পাশাপাশি দক্ষিণাঞ্চলীয় ইলাত শহরের দিকেও দুটি ড্রোন ছোড়া হয়।

হুথি গোষ্ঠীর দাবি, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ‘গণহত্যা ও আগ্রাসনের’ জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে। তারা বলছে, গাজায় দমন-পীড়ন বন্ধ না হওয়া পর্যন্ত ‘ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব’ থেকে তারা এ ধরনের হামলা চালিয়ে যাবে।

অন্য দিকে ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, তারা ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে এবং এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে ড্রোন হামলার বিষয়ে তারা কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি।

এই হামলা এমন এক সময়ে হয়েছে, যখন কিছুদিন আগেই ইসরায়েলি বাহিনী ইয়েমেনের রাজধানী সানায় ব্যাপক বিমান হামলা চালায়। সে সময় ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানান, অভিযানে হুথিদের সদর দপ্তর, কমান্ড সেন্টার এবং নিরাপত্তা ও গোয়েন্দা স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। এতে ডজনখানেক যুদ্ধবিমান অংশ নেয়।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেছেন, ওই হামলায় ডজনখানেক হুথি যোদ্ধা নিহত হয়েছেন। তবে হুথি-ঘনিষ্ঠ গণমাধ্যমের দাবি, হামলায় মাত্র দুজন নিহত ও অন্তত ৪৮ জন আহত হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, হামলার সময় হুথি নেতা আব্দুল-মালিক আল-হুথি টেলিভিশনে সরাসরি ভাষণ দিচ্ছিলেন।

এই হামলা-পাল্টা হামলার পরিস্থিতি মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও ঘনীভূত করছে, যেখানে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ইতোমধ্যেই আঞ্চলিক নিরাপত্তা সংকটের কেন্দ্রে রয়েছে।

সূত্র: আনাদলু এজেন্সি

সর্বশেষ সংবাদ

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করলো বিসিবি

বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ খেলতে আগামী ১৫ অক্টোবর ঢাকায় পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বাংলাদেশ সফরে ক্যারিবীয়রা খেলবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ