দেশের বিভিন্ন কোম্পানি আয়-ব্যয়ে নানা ধরণের তেলেসমাতি করে বলে মনে করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, যারা দেশ থেকে টাকা পাচার করেছে তারা অনেক দক্ষ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ইকনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) উদ্যোগে ‘ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি ইন করপোরেট সেক্টর’ নিয়ে আলোচনায় তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের সবই যে ভালো তা বলা যাবে না। তবে, বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি আগের চেয়ে এখন উন্নত হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, সাংবাদিকতার মানোন্নয়নে আরও দক্ষতার প্রয়োজন আছে। সেক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে আরও উদ্যোগী হতে হবে। পরে ইআরএফ ইনস্টিটিউট-এর নামফলক উন্মোচন করেন অর্থ উপদেষ্টা।