spot_img

‘পাকিস্তানের হাতে ভারতের লজ্জাজনক পরাজয়ের কথা ইতোমধ্যেই লিপিবদ্ধ আছে’

অবশ্যই পরুন

নানা নাটকীয়তা আর উত্তাপের মধ্য দিয়ে শেষ হলো এবারের এশিয়া কাপ। জমজমাট ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেট ও ২ বল হাতে রেখে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। তবে খেলা শেষ হলেও ভারত–পাকিস্তান লড়াইয়ের উত্তেজনা যেন থামছেই না।

শুরুটা হয়েছিল হাত না মেলানো ঘটনাকে কেন্দ্র করে। এরপর আরও এক ধাপ বাড়ল বিতর্ক, যখন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। পরে ট্রফি ছাড়াই নিজেদের শিরোপা উদ্‌যাপন করে তারা।

এর মধ্যেই নতুন মাত্রা যোগ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইনালে ভারতের জয়ের পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স-এ লিখেছেন, ‘খেলার মাঠেও অপারেশন সিঁদুর। ফলাফল একই—ভারতের জয়! অভিনন্দন আমাদের ক্রিকেটারদের।’

মোদির এই মন্তব্যের জবাব দিতে দেরি করেননি পিসিবি সভাপতি ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তিনি রিটুইটে লেখেন, ‘যদি যুদ্ধই তোমার গর্বের মাপকাঠি হয়, তবে ইতিহাসে পাকিস্তানের হাতে ভারতের লজ্জাজনক পরাজয়ের কথা ইতোমধ্যেই লিপিবদ্ধ আছে। কোনো ক্রিকেট ম্যাচ সেই সত্যকে বদলাতে পারবে না। খেলায় যুদ্ধ টেনে আনা শুধু হতাশাকে প্রকাশ করে, আর খেলার মূল চেতনাকে কলঙ্কিত করে।’

প্রসঙ্গত, গত এপ্রিলে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর মে মাসে পাকিস্তানে বিমান হামলা চালায় ভারত। পাল্টা হামলার জেরে টানা চার দিন সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে দুই দেশ। অবশেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সংঘাত বন্ধ হয়। তবে এরপর থেকেই দুই দেশ যুদ্ধক্ষেত্রে নিজেদের বিজয়ী দাবি করে আসছে, যা এখন ক্রিকেটের ময়দানেও প্রতিফলিত হচ্ছে।

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় ৬ হত্যা : ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানি ১৪ অক্টোবর

জুলাই-আগস্ট আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ...

এই বিভাগের অন্যান্য সংবাদ