spot_img

আফগানদের বিপক্ষে টি২০ সিরিজ নতুন অধিনায়কের নেতৃত্বে খেলবে বাংলাদেশ

অবশ্যই পরুন

আফগানিস্তানের বিপক্ষে টি২০ সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে ১৬ সদস্যের এই স্কোয়াড থেকে বাদ পড়েছেন লিটন দাস। তার জায়গায় নতুন অধিনায়ক নিয়োগ দেওয়া হয়েছে।

এশিয়া কাপের শেষ দুই ম্যাচের মতো আফগানিস্তানের বিপক্ষে দলকে নেতৃত্ব দেবেন জাকের আলী অনিক। এছাড়া দলে সৌম্য সরকার।

সাইড স্ট্রেইনের চোটে এশিয়া কাপের সুপার ফোরের শেষ দুই ম্যাচ খেলতে পারেননি লিটন। একই চোটে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজেও খেলা হচ্ছে না বাংলাদেশ অধিনায়কের।

লিটনের জায়গাতেই দলে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার। বর্তমানে খুলনার হয়ে এনসিএল টি২০ খেলছিলেন এই ওপেনার। এবার সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন তিনি।

আফগানিস্তানের বিপক্ষে টি২০ সিরিজের বাংলাদেশের স্কোয়াড

সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক (অধিনায়ক ও উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

সর্বশেষ সংবাদ

আচমকা ফুটবল মাঠে আছড়ে পড়লো বিমান, হতভম্ব সবাই! (ভিডিও)

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লং বিচ শহরের একটি পার্কের ফুটবল মাঠে জরুরি অবতরণ করতে গিয়ে একটি ছোট আকারের বিমান বিধ্বস্ত...

এই বিভাগের অন্যান্য সংবাদ