spot_img

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনে সরকারের পূর্ণ প্রস্তুতি রয়েছে: ফরিদা আখতার

অবশ্যই পরুন

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য সরকারের পূর্ণ প্রস্তুতি রয়েছে বলে জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, বাইরে কে কি বলল এনিয়ে কোনো মন্তব্য নেই।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহের বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন শীর্ষক এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এর আগে কর্মশালায় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষায় মুক্ত জলাশয়ে মাছ চাষের নামে যাকে তাকে জমি ইজারা দেয়া যাবে না। যারা মৎস্য ব্যবস্থাপনায় জড়িত তাদের দিতে হবে। মাছের প্রজনন পরিবেশ ঠিক রাখতে প্রজনন ক্ষেত্রগুলোতে ট্যুরিজম নিয়ন্ত্রণ করার কথাও বলেন তিনি।

সর্বশেষ সংবাদ

হজযাত্রীদের জন্য বিমান ভাড়া কমলো

এবার ২০২৬ সালে হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় বিমান ভাড়া ১২ হাজার ৯৯০ টাকা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০...

এই বিভাগের অন্যান্য সংবাদ