spot_img

ইসির নির্বাচনী সংলাপ শুরু

অবশ্যই পরুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসির অধীনে অংশীজনের সঙ্গে এটা প্রথমবারের মতো মতবিনিময় হচ্ছে।

নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে বিরাজমান পরিস্থিতিতে এ উদ্যোগ নিয়েছে ইসি। নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সংলাপে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও চার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ ও ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত আছেন।

আগামী নির্বাচনে প্রথমবারের মতো আইটি সাপোর্ডেট পোস্টাল ভোটিং হচ্ছে। সেই সঙ্গে নির্বাচনী আইন বিধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটের সার্বিক প্রস্তুতি এ সংলাপে উঠে আসবে।

আগামী পবিত্র রমজানের আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কথা রয়েছে। ভোটের দিনের অন্তত দুই মাস আগে তফসিল দেওয়া হবে বলে জানিয়েছে ইসি। সব ধরনের প্রস্তুতি অগ্রগতি তুলে ধরে ঘোষিত নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী, অংশীজনের সঙ্গে এ সংলাপ এক থেকে দেড় মাস চলবে।

আজ সংলাপের প্রথম দিনে সকালে সুশীল সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে এবং বিকেলে শিক্ষাবিদদের পরামর্শ নেবে।

সংশ্লিষ্টদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সবার প্রত্যশা। ভোটাররা উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নেও নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চান। ইসি সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করে অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য বদ্ধপরিকর।

সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় আইন বিধি সময়ের সাথে সংশোধন করে যুগোপযোগী করা হয়েছে এবং হচ্ছে। নির্বাচন পরিচালনায় রয়েছে প্রশিক্ষিত জনবল। তারপরও জাতীয় নির্বাচনের মতো বিশাল কর্মযজ্ঞ যথাযথভাবে সম্পাদনে দল, শিক্ষাবিদ, বুদ্ধিজীবি, নাগরিক সমাজ, সাংবাদিক, নির্বাচন বিশেষজ্ঞ, পযবেক্ষক, নারী নেত্রী, জুলাই যোদ্ধাসহ সবার মতামত, পরামর্শ সহযোগিতা প্রয়োজন।

এমন পরিস্থিতিতে সবার সুচিন্তিত মতামত, পরামর্শ (প্রয়োজনে লিখিতভাবেও দেওয়া যাবে) নিতে এ মত বিনিময় সভা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

অপরাধ না করলেও অভিবাসীদের বহিষ্কার ইস্যুতে যুক্তরাষ্ট্রে পাল্টাপাল্টি অবস্থান

যুক্তরাষ্ট্রে নতুন এক জরিপে দেখা গেছে, প্রতি ১০ জনের মধ্যে প্রায় চার মার্কিন নাগরিক (৪০ শতাংশ) মনে করেন-যেসব অনিবন্ধিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ