যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) টরন্টো এফসির বিপক্ষে লিড নিয়েও পয়েন্ট হারিয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি।
রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোরে ঘরের মাঠে মায়ামিকে আতিথ্য দেয় টরন্টো।
পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করেই খেলেছে ইন্টার মায়ামি। ৬২ শতাংশ সময় বল দখলে রেখে ৯টি শট নিয়ে ৬টিই গোলমুখে রেখেছিল তারা। তবে মায়ামির ফরোয়ার্ডদের সফল হতে দেননি টরন্টোর গোলরক্ষক জনসন। বিপরীতে ৭ শটের দুটি লক্ষ্য বরাবর রাখতে পেরেছিল স্বাগতিকরা।
প্রথমার্ধের যোগ করা সময়ে গোলের দেখা পায় মায়ামি। বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠে বক্সের উদ্দেশে ক্রস নেন জর্দি আলবা। গোলমুখে বল পেয়ে হেডে দলকে এগিয়ে নেন তাদেও আয়েন্দে। ১-০তে লিড নিয়ে বিরতিতে যায় অতিথিরা।
বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে টরন্টো। দ্বিতীয়ার্ধের ১৫তম মিনিটে মায়ামির থেকে বল কেড়ে নিয়ে আক্রমণে ওঠে স্বাগতিকরা। প্রথম চেষ্টায় ব্যর্থ হলেও দ্বিতীয় চেষ্টায় লরিয়ার পাস ছয় গজ দূরত্বে ফাঁকা পেয়ে আলতো ছোঁয়ায় বল জালে জড়ান দর্দে মিহাইলোভিচ।
এরপর দু’দলই ব্যবধান বাড়িয়ে নিতে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। তবে প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় উভয় দলের ফরোয়ার্ডরাই। শেষ পর্যন্ত ১-১ ড্র’য়েই শেষ হয় ম্যাচ।
ফলাফল সমতায় ম্যাচ শেষে দুই পয়েন্ট হারালেও পয়েন্ট টেবিলে উন্নতি হয়েছে মায়ামির। ৩০ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্স টেবিলের তিনে অবস্থান করছে ফ্লোরিডার ক্লাবটি।
উল্লেখ্য, বুধবার শিকাগো ফায়ারের মোকাবিলা করবে মেসি-সুয়ারেজরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়।