মাদ্রিদ ডার্বিতে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে ৫-২ গোলের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার (২৭ সেপ্টেম্বর) ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রিয়াল শুরুতেই পিছিয়ে পড়লেও দ্রুতই ঘুরে দাঁড়িয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত অ্যাতলেটিকোর আক্রমণাত্মক ফুটবলের সামনে খেই হারিয়ে ফেলে।
ম্যাচের ১৪তম মিনিটে ডিফেন্ডার নুরমান্দের হেডে এগিয়ে যায় স্বাগতিক অ্যাতলেটিকো। তবে পিছিয়ে পড়েও মাত্র ১১ মিনিটের ব্যবধানে ২ গোল করে রিয়াল। ২৫তম মিনিটে কিলিয়ান এমবাপ্পে সতীর্থের থ্রু পাস থেকে কোনাকুনি শটে গোল করে সমতা ফেরান। লিগে এটি তার অষ্টম এবং সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চতুর্থ ম্যাচে গোল। এরপর ৩৬তম মিনিটে আর্দা গিলার ভিনিসিয়ুসের কাটব্যাক থেকে জোরাল শটে লক্ষ্যভেদ করলে ২-১ গোলে এগিয়ে যায় শাভি আলোনসোর দল।
প্রথমার্ধের একেবারে শেষ দিকে, যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কোকের ক্রসে নিখুঁত হেডে গোল করে অ্যাতলেটিকোর আলেকসান্দার সরলথ ম্যাচে ২-২ সমতা টানেন।
দ্বিতীয়ার্ধে অ্যাতলেটিকো মাদ্রিদ আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। ৪৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে অ্যাতলেটিকোকে ফের এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ। এর কিছুক্ষণ পরই ৬৩তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক ফ্রি কিকে নিজের দ্বিতীয় গোলটি করেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী এই তারকা তিন দিন আগেই রায়ো ভায়োকানোর বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন।
ম্যাচের ৮৩তম মিনিটে বদলি খেলোয়াড় অঁতোয়ান গ্রিজমান গোল করে রিয়ালের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন, নিশ্চিত হয় অ্যাতলেটিকোর ৫-২ গোলের বড় জয়।
পুরো ম্যাচে বল পজিশনে রিয়াল মাদ্রিদ কিছুটা এগিয়ে থাকলেও আক্রমণে তারা ধার দেখাতে পারেনি। তারা মাত্র ৬টি শট নেয়, যার মধ্যে ২টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, অ্যাতলেটিকো ১৩টি শট নেয়, যার ৭টি ছিল লক্ষ্যে।
এই বড় হারের পরও ৭ ম্যাচে ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষেই থাকছে শাবি আলোনসোর রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে বার্সেলোনা। ৭ ম্যাচে ৩টি করে জয় ও ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে অ্যাতলেটিকো মাদ্রিদ।
উল্লেখ্য, লা লিগায় এই নিয়ে অ্যাতলেটিকো মাদ্রিদ তাদের শেষ ছয়টি মাদ্রিদ ডার্বিতে অপরাজিত রইল।
এই বিশাল জয় অ্যাতলেটিকোর জন্য শিরোপা দৌড়ে ফিরে আসার বার্তা দিল, অন্যদিকে রিয়াল কি দ্রুতই এই ডার্বির ধাক্কা সামলে উঠতে পারবে?