spot_img

মাহিন সরকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল এনসিপি

অবশ্যই পরুন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলের যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই আদেশ প্রত্যাহার করা হয়।

চিঠিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে মাহিন সরকারকে তার পূর্বের পদে ফিরিয়ে আনা হলো।

এর আগে, গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে স্ব-পদ ও দায়িত্ব থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে মাহিন সরকারকে বহিষ্কার করা হয়।

সর্বশেষ সংবাদ

চীনে এনভিডিয়ার এআই চিপ ‘এইচ-২০০’ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

অবশেষে টেক জায়ান্ট এনভিডিয়ার চিপ চীনে রফতানির অনুমতি দিয়েছে ওয়াশিংটন। ডিপার্টমেন্ট অব কমার্স জানিয়েছে, এই চিপগুলো চীনে পাঠানো যাবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ