spot_img

মাহিন সরকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল এনসিপি

অবশ্যই পরুন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলের যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই আদেশ প্রত্যাহার করা হয়।

চিঠিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে মাহিন সরকারকে তার পূর্বের পদে ফিরিয়ে আনা হলো।

এর আগে, গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে স্ব-পদ ও দায়িত্ব থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে মাহিন সরকারকে বহিষ্কার করা হয়।

সর্বশেষ সংবাদ

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের হার

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হেরেছে বাংলাদেশ। আইরিশদের দেয়া ১৮২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৪২ রানেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ