spot_img

‘দুর্গাপূজাকে ঘিরে কোনো কোনো রাজনৈতিক শক্তি ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে’

অবশ্যই পরুন

দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, পূজাকে কেন্দ্র করে কোনো কোনো রাজনৈতিক শক্তি ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর লালবাগে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, মানুষ ধানের শীষে ভোট দেবে, এটা ভেবে অনেকের গাত্রদাহ হচ্ছে। নির্বাচনের স্বার্থে বিএনপি চুপ করে আছে। বাংলাদেশ সৃষ্টিতে বিরোধিতাকারীরাই নির্বাচন ভন্ডুল করতে চায়। ভোটের জন্য মাঠে নামার বিষয়ে পূজার পর ভাববে বিএনপি। এ সময় বর্তমান সরকার ব্যর্থ হলে জুলাই গণঅভ্যুত্থানও ব্যর্থ হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির এই নেতা আরও বলেন, ভোট না হলে ফ্যাসিবাদ লাভবান হবে। জনগণ চাইলে সুষ্ঠু নির্বাচন আদায় করা সম্ভব। এ সময় জনগণ বিভক্ত হয় এমন কাজ না করতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

সর্বশেষ সংবাদ

মেহেদীর ঝলকে রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম

বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রাম রয়্যালসের ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষ দল চালাতে অপারগ হয়ে চলে গিয়েছিল। অপ্রস্তুত দলটির দায়িত্ব পড়েছিল বিসিবির...

এই বিভাগের অন্যান্য সংবাদ