spot_img

নেতানিয়াহুর ভাষণের সময় জাতিসংঘ অধিবেশন ত্যাগ করলেন বহু দেশের প্রতিনিধি

অবশ্যই পরুন

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বক্তৃতা দিচ্ছিলেন, তখন বহু দেশের প্রতিনিধি তার প্রতিবাদস্বরূপ অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

অন্যদিকে, কিছু প্রতিনিধি করতালি দিয়ে তাকে স্বাগত জানান। সভাপতি একাধিকবার বলেন, ‘দয়া করে, হলে শৃঙ্খলা বজায় রাখুন’। তবে, এসব কথা উপেক্ষা করে হল ত্যাগ করেন অনেকেই।

বক্তব্যের শুরুতেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, গত বছর যেই মানচিত্রটি তিনি জাতিসংঘের মঞ্চে দেখিয়েছিলেন, সেটিই তিনি আবার এনেছেন—যার শিরোনাম ছিল ‘The Curse’ বা ‘অভিশাপ’।

তিনি আরও বলেন:

‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমরা ইরানের পারমাণবিক অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ধ্বংস করেছি।’

নেতানিয়াহু মানচিত্রে বিভিন্ন দেশের অংশ দেখিয়ে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ, এবং ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীদের কথা উল্লেখ করেন এবং বলেন, ‘সবাই চলে গেছে।’

সূত্র: বিবিসি নিউজ।

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহুকে পশ্চিম তীর দখল করতে অনুমতি দেয়া হবে না: ট্রাম্প

যখন গাজায় সংঘাত ও পশ্চিম তীর দখল বন্ধে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে, তখন নেতানিয়াহুর প্রশাসনের কিছু সদস্য পশ্চিম...

এই বিভাগের অন্যান্য সংবাদ