spot_img

জাতিসংঘে ইরানের পক্ষে প্রস্তাব তুললো চীন-রাশিয়া

অবশ্যই পরুন

চীন ও রাশিয়া যৌথভাবে একটি খসড়া প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) জমা দিয়েছে, যেখানে ইরানের ওপর নিষেধাজ্ঞা অব্যাহতির মেয়াদ ১৮ এপ্রিল পর্যন্ত বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, খসড়া প্রস্তাবে চীন ও রাশিয়া ইরান ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার ওপর জোর দিয়েছে এবং ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি জেসিপিওএ পুনরায় বাস্তবায়ন ও আলোচনায় অবিলম্বে ফেরার আহ্বান জানিয়েছে।

২০২৫ সালের ২৮ আগস্ট যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক মেকানিজম সক্রিয় করে। তবে তেহরান, মস্কো ও বেইজিংয়ের দাবি, তাদের এ পদক্ষেপের কোনো বৈধতা নেই, কারণ ২০১৮ সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে যাওয়ার পর তারাও নিজেদের বাধ্যবাধকতা যথাযথভাবে পালন করেনি।

সূত্র: মেহের নিউজ

সর্বশেষ সংবাদ

পোস্টাল ব্যালট নিয়ে বিতর্কে ক্ষতিগ্রস্ত বিএনপি : সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, পোস্টাল ব্যালট নিয়ে বিতর্কে ক্ষতিগ্রস্ত বিএনপি। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন...

এই বিভাগের অন্যান্য সংবাদ