রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে বন্ধ রয়েছে ঢাকাগামী বাস চলাচল। শ্রমিকদের পর এবার এই ধর্মঘটের ডাক দিয়েছেন বাস মালিকরা। শ্রমিকদের বেতন বাড়ানোর ইস্যুতে পূর্ব ঘোষণা ছাড়াই বাস বন্ধ করে দেয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে এই তিন জেলা থেকে কোনও দূরপাল্লার বাস ছেড়ে যায়নি।
এর আগে, বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই কাউন্টার থেকে বাস বন্ধের ঘোষণা দেন মালিকপক্ষ। শ্রমিকদের মজুরি বাড়ানোর ইস্যু নিয়ে মালিকপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তারা।
সম্প্রতি বেতন বাড়ানোর দাবিতে ধর্মঘট পালন করেন পরিবহন শ্রমিকরা। পরে ২৩ সেপ্টেম্বর ঢাকায় মালিকপক্ষ ও শ্রমিকদের বৈঠকে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়, যা ২৫ সেপ্টেম্বর থেকে কার্যকরের কথা ছিলো।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, মালিকদের সাথে দফায় দফায় আলোচনা করে বাড়তি বেতন নির্ধারণ করা হয়েছিল। তবে, হঠাৎ কোন ঘোষণা ছাড়াই বাস বন্ধ করে দিয়েছেন মালিকরা।