spot_img

বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বজয়ী আর্জেন্টিনা

অবশ্যই পরুন

আগামী বছরের ১১ জুন মাঠে গড়াবে ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ। মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে বসবে এবারের আসর। বিশ্বকাপের ঠিক আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলেকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, জুনে যুক্তরাষ্ট্রে মেক্সিকো ও হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসির দল। তবে ম্যাচের দিনক্ষণ ও ভেন্যু এখনো নির্ধারণ হয়নি।

তাপিয়া বলেন, যদিও মার্চ মাসের ম্যাচ এখনো চূড়ান্ত হয়নি, তবে জুন মাসের দুইটি প্রীতি ম্যাচ খেলা নিশ্চিত করেছি আমরা। একটি মেক্সিকোর বিপক্ষে, অন্যটি হন্ডুরাসের বিপক্ষে। ম্যাচগুলো যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হবে, যদিও স্টেডিয়াম নির্ধারিত হয়নি।

এখন পর্যন্ত মোট ৩৬ বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও মেক্সিকো। এর মধ্যে ১৭ ম্যাচে জয় পেয়েছে আলবিসেলেস্তেরা, ১৪ ম্যাচ হয়েছে ড্র, আর মাত্র ৫ ম্যাচে জিতেছে মেক্সিকো।

আগামী অক্টোবর মাসে ফিফা উইন্ডোতে আরও প্রস্তুতি ম্যাচ খেলবে দু’দল। ১০ অক্টোবর মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর ১১ অক্টোবর টেক্সাসের আর্লিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে নামবে মেক্সিকো।

এছাড়া ২০২৬ সালের মার্চে ফিনালিসিমায় স্পেনের মুখোমুখি হওয়ার সম্ভাবনাও রয়েছে আর্জেন্টিনার। এ প্রসঙ্গে তাপিয়া বলেন, আমরা মার্চে সিদ্ধান্তের অপেক্ষায় আছি, ফিনালিসিমা হবে কি না তা জানার জন্য। যদি খেলার সুযোগ পাই, তবে জেতার জন্যই খেলব। কারণ এটি আরেকটি শিরোপা এবং স্পেন বিশ্বের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। তাদের বিপক্ষে খেলাটাই হবে বিশ্বকাপে আমাদের প্রস্তুতির আসল মাপকাঠি।

সর্বশেষ সংবাদ

কূটনৈতিক প্রশিক্ষণ সংক্রান্ত স্মারক সই করেছে বাংলাদেশ-ওমান

কূটনৈতিক অধ্যয়ন ও প্রশিক্ষণ সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ ও ওমান। স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে...

এই বিভাগের অন্যান্য সংবাদ