spot_img

শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি: ডা. জাহিদ

অবশ্যই পরুন

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি। কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরে শুধু বিএনপি নয়, গণতান্ত্রিক যাত্রায় তারেক রহমান নেতৃত্ব দেবেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষ্যে ডি- ফ্যাবের সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে ডা. জাহিদ এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৮ মাস আগ থেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দল। এখন পর্যন্ত কাউকে মনোনয়নের বিষয়ে সবুজ বা লাল সংকেত দেয়া হয়নি।

তিনি আরও বলেন, বিএনপি এতো বড় দল যে, যা সিট আছে তার থেকে দশগুন মনোনয়ন প্রত্যাশী প্রার্থী আছে।কাজেই কে প্রার্থী হবেন, কে হবেন না সেজন্য স্থানীয় নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ এবং আমাদের দলের পক্ষ থেকে জরিপ করা হবে। সর্বোপরি জনগণের ভালোবাসায় যেসকল মানুষগুলো নিজ নিজ এলাকায় উদ্ভাসিত তাদেরকেই খুব শিগগিরই মনোনয়ন দেয়ার ব্যাপারে দল চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

নিউইয়র্কে রাজনৈতিক নেতাদের ওপর হামলার ঘটনা আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তিনি। বলেন, মাঠে আসলে জনগণ হামলাকারীদের প্রতিহত করবে।

সর্বশেষ সংবাদ

শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। লো স্কোরিং ম্যাচে জয়ের শঙ্কা থাকলেও দারুণ বোলিংয়ে ৩৯ রানের...

এই বিভাগের অন্যান্য সংবাদ