spot_img

একিটিকের লাল কার্ড, লিভারপুলের জয়

অবশ্যই পরুন

ইংলিশ লিগ কাপে চতুর্থ রাউন্ডে উন্নীত হয়েছে লিভারপুল। সাউদাম্পটনকে ২-১ গোলে হারিয়েছে অলরেডরা। তবে ম্যাচে গোল করার পাশাপাশি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে হুগো একিটিকেকে।

অ্যানফিল্ডে প্রথমার্ধের ৪৩ মিনিটে আলেক্সান্ডার ইসাকের গোলে লিড নিয়ে বিরতিতে যায় অল রেডরা। দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে সাউদাম্পটনের শিয়া চার্লস দারুণ এক গোলে দলকে সমতায় ফেরান।

তবে ৮৫ মিনিটে হুগো একিটিকের গোলে আবারও এগিয়ে যায় লিভারপুল। গোলের পর জামা খুলে উদযাপন করায় তিনি দেখেন দ্বিতীয় হলুদ কার্ড। ফলে ছাড়তে হয় মাঠ। তবে ১০ জনের লিভারপুলের বিপক্ষেও সমতা আনতে পারেনি সাউদাম্পটন। জয়ের হাসি ঠোঁটে মেখে মাঠ ছাড়ে অলরেডরা।

এদিকে, একই টুর্নামেন্টে লিংকন সিটিকে ২-১ গোলে হারিয়েছে চেলসি। গোল দুটি করেন টাইরিক জর্জ ও দলে নতুন আর্জেন্টাইন ফাকুন্ডো বুনানাত্তে।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাস

বাংলাদেশে চলমান অভ্যন্তরীণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত, তবে দেশটি বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে নয়াদিল্লিতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ