spot_img

দগ্ধদের চিকিৎসায় সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায়

অবশ্যই পরুন

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল কারখানার ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় আহত তিন ফায়ারফাইটারের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. সং এস আই জ্যাক ঢাকায় পৌঁছেছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সরাসরি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান। সেখানে তিনি হাসপাতালের পরিচালকসহ জ্যেষ্ঠ চিকিৎসকদের সঙ্গে আহতদের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করেন।

চিকিৎসকদের সঙ্গে বৈঠকের আগে ডা. জ্যাক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদার) অধ্যাপক মো. সায়েদুর রহমানের সঙ্গে দেখা করেন। এরপর তিনি হাসপাতালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং আহত ফায়ারফাইটারদের পর্যবেক্ষণে যান। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ডা. সং এস আই জ্যাক এর আগেও মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া দুর্ঘটনার পর আহতদের চিকিৎসায় গঠিত সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দলের সদস্য হিসেবে ঢাকায় এসেছিলেন।

সর্বশেষ সংবাদ

গাজার জন্য যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কাছে বিস্ফোরণ

গাজার জন্য যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের সাহায্যকারী নৌযানের কাছাকাছি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে এবং আকাশে ইসরায়েলি ড্রোন...

এই বিভাগের অন্যান্য সংবাদ