spot_img

বিশ্ব ভেঙে পড়ছে: ম্যাক্রোঁ

অবশ্যই পরুন

জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, বিশ্বের বর্তমান পরিস্থিতি ‘ভেঙে পড়ছে’ এবং এর মূল কারণ ক্রমবর্ধমান একপাক্ষিকতা ও বিচ্ছিন্নতাবাদ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনে তিনি বলেন, ‘আমরা নিজেদের আলাদা করে ফেলছি। বিভাজন বাড়ছে, যা বৈশ্বিক শৃঙ্খলাকে ক্ষতিগ্রস্ত করছে। বিশ্ব ভেঙে পড়ছে, আর এতে আমাদের সম্মিলিতভাবে বড় বড় সংঘাত সমাধানের সক্ষমতা থমকে যাচ্ছে। একই সঙ্গে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষমতাও হারাচ্ছি।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতিসংঘবিরোধী বক্তব্যের পর ম্যাক্রোঁ জোর দিয়ে বলেন, ফ্রান্স জাতিসংঘের অংশ হতে গর্ববোধ করে এবং এ প্রতিষ্ঠানকে ‘কোনোভাবেই প্রতিস্থাপন করা সম্ভব নয়।’

তিনি বলেন, ‘যারা জাতিসংঘের সবচেয়ে কড়া সমালোচক, তারাই নিয়ম পাল্টাতে চায়, যাতে নিজেদের আধিপত্য বিস্তার করতে পারে। তারা কোনোভাবেই সামষ্টিক মঙ্গল চায় না, বরং নিজেদের স্বার্থকেই এগিয়ে নিতে চায়।’

রাশিয়ার সাম্প্রতিক ইউরোপীয় আকাশসীমায় অনুপ্রবেশ প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, ‘রাশিয়ার এই পদক্ষেপ ইউরোপের সব মানুষের জন্যই অস্থিতিশীলতার হুমকি।’

শেষে ম্যাক্রোঁ ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের একটি দায়িত্ব আছে—সেটি হলো একসঙ্গে কাজ করা, নতুন করে বহুপাক্ষিকতা গড়ে তোলা। প্রতিষ্ঠাতাদের মতো একই বিশ্বাস ও সংকল্প নিয়ে, তবে আরও কার্যকরভাবে, আমাদের এগোতে হবে।’

সূত্র: সিএনএন

সর্বশেষ সংবাদ

গাজা পরিস্থিতি নিয়ে ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

গাজা উপত্যকা ও পশ্চিম তীরের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ও ফিলিস্তিনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ