spot_img

‘শুধু জাতীয় পুরস্কার জয়ী নন, শাহরুখ কিং অব আর্টস’

অবশ্যই পরুন

দীর্ঘ ৩৩ বছরের অভিনয় জীবনে প্রথমবারের মতো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে ইতিহাস গড়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।

গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন। শাহরুখ খান তার ব্লকবাস্টার ছবি ‘জওয়ান’-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন।

পুরস্কার গ্রহণের জন্য মঞ্চে ওঠার সময় শাহরুখকে ‘কিং অব আর্টস’ বলে সম্বোধন করেন ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব সঞ্জয় জাজু। তিনি বলেন, “যার হাসি সীমান্ত পেরিয়ে যায়, যার সংলাপ আমাদের যৌথ ভাষার অংশ হয়ে গেছে, তিনি আজ তার প্রথম জাতীয় পুরস্কার পেলেন।” জাজুর এই কথায় আবেগাপ্লুত হয়ে শাহরুখ দর্শকদের উদ্দেশে একটি উড়ন্ত চুম্বন ছুড়ে দেন।

শাহরুখ খানের এই ঐতিহাসিক অর্জনে তার স্ত্রী গৌরী খান এবং কন্যা সুহানা খানও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে গৌরী খান তার স্বামীকে অভিনন্দন জানিয়ে লেখেন, “কী অসাধারণ এক যাত্রা, শাহরুখ। তুমি সত্যিই এর যোগ্য…। এবার আমি এই পুরস্কারের জন্য বিশেষ একটি মান্টল (শোকেস) ডিজাইন করছি।”

এদিকে, কন্যা সুহানা খানও আবেগঘন এক পোস্টে বাবাকে অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, “তুমি সবসময় বলতে, তুমি কখনো রৌপ্য জিতোনি, শুধু স্বর্ণটা হারিয়েছো। কিন্তু এই রৌপ্যটাই কিন্তু স্বর্ণ।” তিনি আরও বলেন, “মূল্যবান জাতীয় পুরস্কার গ্রহণ করায় আমাদের হৃদয় অনেক বেশি খুশি। অভিনন্দন বাবা, আমরা তোমাকে ভালোবাসি।”

সর্বশেষ সংবাদ

গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে কাতারের ভূমিকার প্রশংসা করলেন ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে কাতারের প্রচেষ্টার জন্য দেশটিকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ