spot_img

এলডিসি থেকে উত্তরণে ডব্লিউটিও’র সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

অবশ্যই পরুন

বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে উত্তরণের প্রক্রিয়া সুশৃঙ্খল ও টেকসই করতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ডব্লিউটিও মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-ইওয়েলার সঙ্গে বৈঠকে এ সহযোগিতার আহ্বান জানান তিনি।

ড. ইউনূস বলেন, ‘বাংলাদেশের এলডিসি উত্তরণের পথে যে চ্যালেঞ্জগুলো আসতে পারে—বিশেষ করে বাণিজ্য সুবিধা ও বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার হ্রাস—সেগুলো মোকাবিলায় ডব্লিউটিও’র সক্রিয় ভূমিকা প্রয়োজন।’

তিনি আসন্ন ডব্লিউটিও মন্ত্রী পর্যায়ের সম্মেলনে এ বিষয়ে কার্যকর সিদ্ধান্তের জন্য মহাপরিচালকের সহযোগিতা কামনা করেন।

ডব্লিউটিও প্রধান ড. ওকোনজো-ইওয়েলা বাংলাদেশকে সকল ধরণের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, ‘ডব্লিউটিও’কে সংস্কার করতে হবে। আমি আপনাদের সক্রিয় অংশগ্রহণ চাই, আমি এখানে আপনাদের নেতৃত্ব চাই।’

উল্লেখ্য, বাংলাদেশ ২০২৬ সালের শেষ দিকে এলডিসি থেকে উত্তরণের পথে রয়েছে।

বৈঠকে বিশ্ব বাণিজ্য সংস্থার কাঙ্ক্ষিত সংস্কার, বৈশ্বিক বাণিজ্যে বর্তমান চ্যালেঞ্জ এবং বিশ্বায়ন থেকে সরে যাওয়ার প্রবণতা নিয়েও আলোচনা হয়। ডব্লিউটিও প্রধান বলেন, ‘সারাবিশ্বে উদ্বেগ থাকলেও এখনো বিশ্বের প্রায় ৭৫ শতাংশ বাণিজ্য ডব্লিউটিও নিয়মেই চলছে।’

প্রফেসর ইউনূস ডব্লিউটিও’র সংস্কারের আহ্বানে সায় দিয়ে বলেন, ‘এই মুহূর্তে চ্যালেঞ্জ গ্রহণ করার সময় এসেছে। ডব্লিউটিওকে সময়ের সাথে খাপ খাইয়ে কার্যকরভাবে নেতৃত্ব দিতে হবে। বাংলাদেশ এই পরিবর্তনের পক্ষে জোরালো কণ্ঠস্বর হিসেবে ভূমিকা রাখতে প্রস্তুত বলেও জানান তিনি।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন—জ্বালানি ও পরিবহন উপদেষ্টা ফওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুতফে সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ।

সর্বশেষ সংবাদ

গাজার জন্য যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কাছে বিস্ফোরণ

গাজার জন্য যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের সাহায্যকারী নৌযানের কাছাকাছি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে এবং আকাশে ইসরায়েলি ড্রোন...

এই বিভাগের অন্যান্য সংবাদ