ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ছিল পাকিস্তানের বোলাররা। শাহিন শাহ আফ্রিদি ইনিংসের দ্বিতীয় বলেই কুশল মেন্ডিসকে শূন্য রানে ফিরিয়ে শুরুটা করেন দারুণভাবে। এরপর একে একে ফিরে যান পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা ও দাসুন শানাকা। মাত্র ৫৮ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা।
তবে একপ্রান্ত আগলে রেখে হাল ধরেন কামিন্দু মেন্ডিস। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে লড়াই করার মতো স্কোর গড়ে শ্রীলঙ্কা। ৩৭ বলে ফিফটি তুলে নিয়ে দলকে বিপর্যয় কাটাতে সাহায্য করেন তিনি।
শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ৮ উইকেটে ১৩৩ রানে থামে। পাকিস্তানের হয়ে দুর্দান্ত বোলিং করেন শাহিন শাহ আফ্রিদি। মাত্র ২৮ রানে নেন ৩ উইকেট। হুসাইন তালাত নেন ২ উইকেট ১৮ রানে, আর হারিস রউফও ৩৭ রানে তুলে নেন ২টি উইকেট।