spot_img

গাজার পক্ষে বড় ঘোষণা মিশরের

অবশ্যই পরুন

মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবুলি জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে মিশর একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে, যার উদ্দেশ্য গাজার পুনর্গঠনের জন্য তহবিল সংগ্রহ করা।

মাদবুলি বলেন, এই সম্মেলনের লক্ষ্য হলো প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করা, যাতে ফিলিস্তিনি জনগণ নিজেদের ভূমিতে থাকতে পারে এবং ইসরায়েলি আগ্রাসনে সৃষ্ট বিশাল ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারে।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এই পুনর্গঠন প্রচেষ্টায় অবদান রাখার আহ্বান জানান।

এর আগে চলতি বছরের শুরুতে, মার্চ মাসে কায়রোতে অনুষ্ঠিত জরুরি আরব লীগ শীর্ষ সম্মেলনে দেওয়া প্রতিশ্রুতির ভিত্তিতে মিশর এই সম্মেলনের আয়োজনের পরিকল্পনা করেছিল। তবে যুদ্ধ আবার শুরু হওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়।

সূত্র: বিবিসি

সর্বশেষ সংবাদ

গ্রিনল্যান্ড দখল করলে ন্যাটোর অবসান ঘটবে, হুঁশিয়ারি ডেনমার্কের

গ্রিনল্যান্ড দখল নিয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অবস্থান ঘিরে কড়া সতর্কবার্তা দিয়েছে ডেনমার্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন বলেছেন, ডেনমার্কের সম্মতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ