ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধে ইহুদি রাষ্ট্রের সমর্থন করার জেরে নিজের এজেন্ট ডেভিড লেভিকে বরখাস্ত করেছেন ব্রিটিশ পপ তারকা দুয়া লিপা।
ঘটনার সূত্রপাত গত জুলাই মাসে। গ্লাস্টনবারি ফেস্টিভ্যালের আগে ফিলিস্তিনপন্থী আইরিশ র্যাপ ব্যান্ড ‘নিক্যাপ’কে এক গোপন চিঠির মাধ্যমে ব্রিটিশ গ্লাস্টনবুরি মিউজিক ফেস্টিভ্যাল থেকে বাদ দেয়ার আহ্বান জানানো হয়। সেই চিঠিতে স্বাক্ষর করেন সংগীতশিল্পীদের একটি দল। পরে চিঠিটি ফেস্টিভ্যালের প্রতিষ্ঠাতা মাইকেল ইভিসের কাছে পাঠানো হলে তা ফাঁস হয়ে যায়।
ডেভিড লেভি ছিলেন ওই চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে একজন। তিনি ডব্লিউএমই ট্যালেন্ট এজেন্সির হয়ে ডুয়া লিপার এজেন্টের দায়িত্ব পালন করছিলেন।
মূলত, ফিলিস্তিনের প্রতি দুয়া লিপার যে সমর্থন, তা তার এজেন্টের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়; ফলে বরখাস্তের এই সিদ্ধান্ত।
সূত্র: আল জাজিরা।