spot_img

টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ৪ ফায়ার ফাইটার বার্ন ইনস্টিটিউটে ভর্তি

অবশ্যই পরুন

গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটের একটি সেমিপাকা টিনশেড কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ চারজন ফায়ার সার্ভিস সদস্যকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টা ২৯ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ৩টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টা শেষে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানিয়েছে, আহতদের মধ্যে ফায়ার ফাইটার নুরুল হুদা ও জয় হাসানকে বিকেল ৫টা ৩০ মিনিটে, অফিসার জান্নাতুল নাঈমকে ৫টা ১০ মিনিটে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। অপর আহত সদস্যকেও পরে সেখানে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেমিক্যাল থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং দমকল বাহিনীর সদস্যদের আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। ধোঁয়ার তীব্রতা ও তাপমাত্রা বেশি থাকায় কয়েকজন সদস্য দগ্ধ হন।

মিডিয়া সেল আরও জানায়, আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করা যায়নি। ঘটনাস্থলে উদ্ধার ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সর্বশেষ সংবাদ

ভূমিকম্পে নিহত বেড়ে ১১, নরসিংদীতেই ৫ জন

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া ওই কম্পনে সারা দেশে ১০ জনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ