spot_img

বঙ্গোপসাগরে লঘুচাপ: ৩ নম্বর সতর্ক সংকেত

অবশ্যই পরুন

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের ওপর নিয়ে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদফতর সোমবার (২২ সেপ্টেম্বর) এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে।

লঘুচাপটি সৃষ্টি হওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে পুনরায় ৩ (তিন) নম্বর নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সর্বশেষ সংবাদ

গ্রিভস-রোচ বীরত্বে উইন্ডিজের অবিশ্বাস্য ড্র

ক্রাইস্টচার্চে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৫৩১ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে জয়ের সম্ভাবনা জাগিয়েও নতুন কীর্তি...

এই বিভাগের অন্যান্য সংবাদ