spot_img

‘আফগানিস্তানের এক ইঞ্চি মাটি নিয়েও কোনো চুক্তি সম্ভব নয়’

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি আফগানিস্তানে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি বাগরাম ফেরত চাওয়ার দাবি জানিয়েছেন। তবে তালেবান প্রশাসন তার এই দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান স্টাফ ফাসিহুদ্দিন ফিতরাত স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘কিছু মানুষ রাজনৈতিক চুক্তির মাধ্যমে ঘাঁটিটি ফেরত নিতে চায়। আফগানিস্তানের এক ইঞ্চি মাটি নিয়েও কোনো চুক্তি সম্ভব নয়।’

রোববার (২১ সেপ্টেম্বর) তালেবান সরকার এক বিবৃতিতে জানায়, আফগানিস্তানের স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা সর্বোচ্চ গুরুত্বের বিষয়। যুক্তরাষ্ট্রকে পূর্ববর্তী চুক্তি মেনে চলতে হবে এবং বলপ্রয়োগ না করার অঙ্গীকারে অটল থাকতে হবে। বিবৃতিতে আরও বলা হয়, পূর্বের ব্যর্থ নীতি পুনরাবৃত্তির বদলে বাস্তববাদী ও যুক্তিনির্ভর নীতি গ্রহণই হবে সময়োপযোগী।

২০২১ সালে আফগান সরকার পতনের পর যুক্তরাষ্ট্রের হঠাৎ ও বিশৃঙ্খল প্রত্যাহারের ফলে তালেবান বাগরাম ঘাঁটির নিয়ন্ত্রণ নেয়।

গত সপ্তাহে ট্রাম্প একাধিকবার ঘাঁটিটি ফেরত চাওয়ার ইঙ্গিত দেন। শনিবার (২০ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা আফগানিস্তানের সঙ্গে কথা বলছি। আমরা এটি ফেরত চাই, এবং খুব তাড়াতাড়ি চাই। তারা যদি না দেয়, তাহলে কী করব সেটা তারা ভালোভাবেই জানে।’

এর আগে যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনেও ট্রাম্প প্রথমবার আনুষ্ঠানিকভাবে ঘাঁটি ফেরত পাওয়ার চেষ্টা করছেন বলে ঘোষণা দেন।

সর্বশেষ সংবাদ

ট্রাম্পের ভিসা ফি ঘোষণার পর ভিসাপ্রতাশ্যাদীদের সুখবর দিলো চীন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণায় বলা হয়েছে, কোম্পানিগুলোকে এখন থেকে এইচ-১বি কর্মী ভিসার জন্য প্রতি বছর ১ লাখ...

এই বিভাগের অন্যান্য সংবাদ