spot_img

সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের জামিন আবেদন খারিজ

অবশ্যই পরুন

জুলাই মাসে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের জামিন আবেদন খারিজ করেছে ট্রাইব্যুনাল। তবে অসুস্থতার কারণে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার বিষয়ে আদেশ দেওয়া হবে আগামীকাল।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে কামাল আহমেদ মজুমদারের আইনজীবী জামিন ও উন্নত চিকিৎসার জন্য আবেদন করেন।

তিনি জানান, কামাল আহমেদ মজুমাদরকে পিজি হাসপাতালে রেখে চিকিৎসার জন্য একাধিকবার আবেদন করা হলেও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে হাসপাতালে পর্যাপ্ত সিট নেই।

অপরদিকে, জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে ২০তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ। বিচারপিত মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিন সাক্ষ্যগ্রহণ শেষে এ মামলার ৪৮তম সাক্ষী ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) আহ্বায়ক আলী আহসান জুনায়েদকে জেরা করা হবে। একইদিন, আবু সাঈদ হত্যা মামলায় আজ সপ্তম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ সংবাদ

দেশে দারিদ্র্যসীমার নিচে যাওয়ার ঝুঁকিতে এক-তৃতীয়াংশ মানুষ: বিশ্বব্যাংক

বাংলাদেশে প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ যা দেশের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ অসুস্থতা, প্রাকৃতিক দুর্যোগ কিংবা যেকোনো অপ্রত্যাশিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ