spot_img

বড় পর্দায় জুটি বাঁধছেন সিয়াম-সাবিলা নূর

অবশ্যই পরুন

নির্মাতা মেহেদী হাসান হৃদয় নতুন সিনেমা ‘রাক্ষস’ বানাতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদকে নিয়ে। তবে এতদিন ধরে ছবির নায়িকা কে হবেন—এ নিয়ে ছিল নানা জল্পনা। অবশেষে জানা গেছে, ‘রাক্ষস’-এর নায়িকা হিসেবে সিয়ামের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন সাবিলা নূর।

এর আগে রায়হান রাফীর পরিচালনায় শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল সাবিলার। শাকিবের পর এবার সিয়ামের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন তিনি। সূত্র বলছে, সাবিলা নূর ইতিমধ্যেই ‘রাক্ষস’-এর জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সিনেমাটি নিয়ে মন্তব্য করেননি কেউ। জানা গেছে, শিগগিরই সংবাদ সম্মেলন করে ‘রাক্ষস’-এর নায়ক-নায়িকাসহ পুরো অভিনয়শিল্পীর নাম প্রকাশ করা হবে।

মেহেদী হাসান হৃদয়ের প্রথম সিনেমা ‘বরবাদ’-এর প্রধান চরিত্রে অভিনয় করেন শাকিব খান।

তার বিপরীতে দেখা যায় কলকাতার নায়িকা ইধিকা পালকে। তবে হৃদয় এবার তার সিনেমায় দেশি নায়িকাকে নিয়ে কাজ করবেন বলেও নিশ্চিত করেছে তার ঘনিষ্ঠ সূত্র। সব ঠিক থাকলে ২০২৬ সালের রোজার ঈদে সিনেমাটি বড় পর্দায় মুক্তি দেওয়া হবে বলেও নিশ্চিত করেন তিনি।

সর্বশেষ সংবাদ

ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার হিড়িক দেখে চটেছে ইসরায়েল

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া ১৫০টি জাতিসংঘ সদস্য দেশের তালিকায় এবার যুক্ত হচ্ছে ৬ দেশ—বেলজিয়াম, ফ্রান্স, লুক্সেমবার্গ, মাল্টা এবং নিউজিল্যান্ড ও...

এই বিভাগের অন্যান্য সংবাদ