আজ ফুটবলের অস্কার রজনী। বাংলাদেশ সময় রাত ১টায় প্যারিসের থিয়েটার দু শ্যাটলেটের আলো ঝলমলে মঞ্চে শুরু হবে ব্যালন ডি’অরের অনুষ্ঠান। রুড খুলিত ও কেট স্কটের সঞ্চালনায় একে একে ঘোষণা করা হবে বিভিন্ন বিভাগের বিজয়ীদের নাম।
এদিকে বরাবরের মতো ব্যালন ডি’অরের ৬৯তম আসরেও মূল আকর্ষণ বর্ষসেরা পুরুষ ফুটবলারের পুরস্কার। ৩০ জন মনোনয়ন পেলেও ব্যালন ডি’অর জয়ের দৌড়ে বাকিদের চেয়ে অনেক এগিয়ে পিএসজির ফরাসি তারকা উসমান দেম্বেলে ও বার্সেলোনার স্প্যানিশ সেনসেশন লামিন ইয়ামাল।
ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ ব্যালন ডি’অরের আয়োজক হলেও বিজয়ী নির্বাচন করা হয় ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ ১০০ দেশের একজন করে সাংবাদিকের ভোটে। সেরা নির্বাচনের ক্ষেত্রে বিবেচনা করা হয়েছে শুধু গত মৌসুমের পারফরম্যান্স।
ইউরোপের কিছু সংবাদমাধ্যম আগেই জানিয়ে দিয়েছে, ইয়ামালকে হারিয়ে এবার বর্ষসেরা হতে যাচ্ছেন পিএসজির ট্রেবল জয়ের নায়ক দেম্বেলে। গত মৌসুমে সব মিলিয়ে ৩৫ গোল করেছেন ২৮ বছর বয়সি এই ফরোয়ার্ড। পিএসজির প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ে সবচেয়ে বড় ভূমিকা ছিলো তার। তবে আনুষ্ঠানিক ঘোষণার আগে নিজেকে বিজয়ী ভাবতে নারাজ দেম্বেলে, ‘এটা ঠিক যে আমি এবার অন্যতম ফেভারিট। কিন্তু বিজয়ীর নাম ঘোষণার আগে আপনি উদযাপন করতে পারেন না। দেখা যাক, কী হয়।’
গত মৌসুমে বার্সার ঘরোয়া ট্রেবল জয়ে বড় অবদান ছিলো ১৮ গোল করা ইয়ামালের। যদিও বার্সা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ায় তার বর্ষসেরা হওয়ার সম্ভাবনায় বড় ধাক্কা লাগে। গতবার সেরা উদীয়মানের পুরস্কার জেতা ১৮ বছর বয়সী এই উইঙ্গার যদিও আশা হারাচ্ছেন না। ইয়ামালের স্বপ্ন অনেক বড়, ‘আমি একবার ব্যালন ডি’অর জেতর স্বপ্ন দেখি না। এই পুরস্কার আমি অনেকবার জিততে চাই।’
গতবার ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে ফেভারিট ছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলীয় ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু ভোটের লড়াইয়ে বাজিমাত করেন ম্যানসিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। ভিনির হারের খবর জানতে পেরে শেষ মুহূর্তে অনুষ্ঠান বয়কট করেছিলো রিয়াল মাদ্রিদ।
এমন কিছু বার্সেলোনা করবে কি না তা এখনি বলা যাচ্ছে না। সেরা কোচের পুরস্কারের জন্য বার্সার হান্সি ফ্লিক মনোনয়ন পেলেও সম্ভাবনায় এগিয়ে পিএসজির লুইস এনরিকে।