spot_img

প্রথম সপ্তাহেই ১১০ কোটির ক্লাবে ‘মিরাই’

অবশ্যই পরুন

ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার ঘরানার ছবি ‘মিরাই’ মুক্তির প্রথম সপ্তাহেই রূপকথার মতো সাফল্য পেয়েছে। তেজা সজ্জা, মঞ্চু মনোজ আর ঋতিকা নায়েক অভিনীত ছবিটি বিশ্বজুড়ে আয় করেছে ১১০ কোটিরও বেশি রুপি। এর মধ্যে শুধু তেলেগু রাজ্য থেকেই এসেছে ৫৭ কোটি, ভারতের মোট আয় দাঁড়িয়েছে ৮৫ কোটিতে এবং বিদেশ থেকে যোগ হয়েছে আরও ২৫ কোটি। ফলে ২০২৫ সালের অন্যতম সর্বোচ্চ আয় করা তেলেগু ছবির তালিকায় নাম লিখিয়েছে মিরাই।

ভবিষ্যতের যোদ্ধা বেদার কাহিনি নিয়ে গড়ে উঠেছে এই গল্প। যিনি নিয়তির ডাকে হয়ে ওঠেন সুপার যোদ্ধা, হাতে তুলে নেন অলৌকিক অস্ত্র মিরাই। তার লক্ষ্য—অশুভ শক্তির প্রতীক মহাবলবীর লামাকে পরাজিত করে রক্ষা করা নয়টি গ্রন্থ। বিশাল ক্যানভাসে নির্মিত ছবিটির ভিজ্যুয়াল এফেক্ট, অ্যাকশন আর বর্ণনাভঙ্গি দর্শকদের মুগ্ধ করেছে।

প্রথম সপ্তাহেই লাভের মুখ দেখেছে প্রযোজনা প্রতিষ্ঠান পিপল মিডিয়া ফ্যাক্টরি। এখন ছবিটির লক্ষ্য দেড়শ কোটির মাইলফলক। তবে আগামী সপ্তাহে ওজি মুক্তি পাওয়ায় মিরাই–এর দ্বিতীয় সপ্তাহের ব্যবসা নিয়েই কৌতূহল বেশি।

সিনেমার সাফল্যে শুধু দর্শকরাই উচ্ছ্বসিত নন, বলিউডের বড় তারকারাও শুভেচ্ছা জানিয়েছেন। করণ জোহরের মতো প্রভাবশালী নির্মাতাও তেজা সজ্জাকে অভিনন্দন জানিয়েছেন এই সাফল্যের জন্য। তাই শুধু বাণিজ্যিক নয়, ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজিতে রূপ নেওয়ার দিক থেকেও আলোচনায় রয়েছে মিরাই।

সর্বশেষ সংবাদ

ট্রাম্পের ভিসা ফি ঘোষণার পর ভিসাপ্রতাশ্যাদীদের সুখবর দিলো চীন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণায় বলা হয়েছে, কোম্পানিগুলোকে এখন থেকে এইচ-১বি কর্মী ভিসার জন্য প্রতি বছর ১ লাখ...

এই বিভাগের অন্যান্য সংবাদ